Adsterra

দ্বাদশ সংসদে চিকিৎসক থেকে এমপি যারা



দ্বাদশ সংসদে চিকিৎসক থেকে এমপি যারা, ঢাকা ভয়েস, Dhaka Voice, রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়, Hot News, Top News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ জন চিকিৎসক সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন একজন।


সংসদ সদস্য হিসেবে নির্বাচিত চিকিৎসকরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, নরসিংদী-২ আসনে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি), কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু, নাটোর-৪ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, যশোর-২ আসনে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন, মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।


এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনে ডা. হামিদুল হক খন্দকার।


প্রসঙ্গত, রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর সোমবার (৮ জানুয়ারি) মধ্যরাতে একে একে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


 

No comments

Powered by Blogger.