দুঃখতত্ত্ব || এ.এইচ. আনহা
দুঃখতত্ত্ব || এ.এইচ. আনহা
ব্যাক্তিগত বলতে এখন আমার কিছুই নাই!
খুঁজেই পাই না।
রাতটা কেটে যায় আপনাকে নিয়ে দুঃখ পেতেই,
আর দিন কাটে ভালোবাসার উপবাসে।
রাত দিনের তফাৎ ঢের বেশি!
তবুও আপনি ছেড়ে যাওয়ার পর দুঃখ যেদিন
থেকে আমায় সঙ্গ দেওয়া শুরু করলো,
সেদিন থেকে আমার ব্যাক্তিগত কিছুই আর খুঁজে পাই না।
যেখানে হাত দিই বিষাদের আস্তরণ!
যাই ভাবি, নিজের কিছুই নাই, ভাবনার প্রতিফলন।
তবুও দিন শেষে যেটুকু রাত পাই
তাতেও কেবল আপনি রঙের বিষাদই দেখতে পাই।
No comments