Adsterra

নিঃসঙ্গতার কলঙ্ক || এ.এইচ. আনহা

নিঃসঙ্গতার কলঙ্ক, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, ঢাকা ভয়েস,  নিঃসঙ্গতার কলঙ্ক এ.এইচ. আনহা

নিঃসঙ্গতার কলঙ্ক || এ.এইচ. আনহা

লোকে বলে সময় থাকতে থাকতেই  বিদায় নেওয়া ভালো!

বিদায় নেওয়ার পর মনে পড়লো,আমার জন্য কেউ আলাদা করে সময় তুলেই রাখেনি।

ফিরতি পথে আমি একা প্ল্যাটফর্মে। 

শেষ ট্রেন আমায় নিয়ে বাড়ি ফিরবে কিনা তারও নিশ্চয়তা নেই।

সব হারিয়ে কেবল নিঃসঙ্গতা হলো আমার যাত্রাপথের সঙ্গি।

আর শেষ স্বম্বল আপনার দেওয়া দুঃখটুকু।

সেটাই সাথে করে নিয়ে রওনা হলাম! 

ওমা! এরা বলছে নাকি, নিঃস্ব মানুষের নাকি এ শহরের বাইরে যাওয়ার অধিকার নেই!

আমি যে তবে বাড়ি ফিরতে চাইলাম?

মায়ের কাছে। মাঝ রাত্তিরে ডুকরে কেঁদে উঠলে মা  আমায় 'মা' বলে বুকে টেনে নিতো! 

অধিকার অনধীকারের কথা বাদ দিয়ে আরেকটাবার এসে -

আমায় বাড়ি ফেরার ব্যাবস্থা টা করে দেওয়া যায় না?

না না, বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে না। 

একটুখানি সঙ্গ পেলেই আমার নিঃসঙ্গতার কলঙ্ক ঘুচে যাবে।

দিন না একটু সঙ্গ? ধার হিসেবেই দিন?

একটু একটু চোখের জল জমিয়ে সুদে-আসলেই শোধ করে দিবো!



No comments

Powered by Blogger.