Adsterra

অনুনয় || এ.এইচ. আনহা

অনুনয় , এ.এইচ. আনহা, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, ঢাকা ভয়েস,


অনুনয় || এ.এইচ. আনহা

এই যে শোনেন,

আপনি আমার ডাকবাক্স হবেন?

লাল রঙা ডাকবাক্স না হলেও চলবে।

আপনার রঙ যেমন অমনই থাকবেন।

ডাকবাক্স না হন,

রঙ-বেরঙের খাম হলেও তো পারেন!

কথা দিচ্ছি,আমি কখনোই ছিড়বো না সে খাম। 

যত্ন করে লুকিয়ে রাখবো ডায়েরির ভাজে

যেন, অন্য কেউ দেখে না ফেলে।

বেশি রঙ না থাকলে,হলুদ রঙের সাদামাটা খাম টাই হইয়েন।

কোনো এক ডাকপিয়ন কাঁধে লম্বা ফিতার ব্যাগ ঝুলিয়ে এসে বলবে, 

মেমসাহেব, তোমার নামে চিঠি আছে গো!

আমি চিঠি নিতে গিয়ে দেখবো স্বয়ং আপনি আমার সামনে। 

আমি আহ্লাদে আটখানা হয়ে আপনাকে গ্রহণ করবো।

তাও যদি না পারেন, তবুও কিছু একটা হইয়েন,

আপনার মন মতো।

কিন্তু,এমন কিছু হইয়েন, যাতে দেখা মাত্রই যে কেউ বুঝতে পারে, 

আপনি মানুষটা আমার।


শাহরিয়ার সোহাগ এর  নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প

No comments

Powered by Blogger.