Adsterra

নারীদের চোখের পানিতে কি পুরুষের রাগ কমে?

ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, নারীদের চোখের পানিতে কি পুরুষের রাগ কমে?

‘মেয়েদের চোখের জল থাকে ভ্রুর নিচে’— এ ধরনের একটি বাংলা প্রবাদ প্রচলিত আছে। মেয়েরা সাধারণত কান্না লুকাতে পারে না। তুচ্ছ বিষয়েও তারা কান্না করে। কথাটা অনেকেই বিশ্বাস না-ও করতে পারেন। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়েছে।


প্লস বায়োলজি পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে ইসরায়েলের ওয়াইজমান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষক শানি অ্যাগ্রনের এই গবেষণা। মেয়েদের চোখের পানি কি পুরুষদের রাগ কমিয়ে দিতে পারে? এই ছিল গবেষণার বিষয়। এতে বলা হয়েছে, চোখের পানি সত্যিই পুরুষের ‘মাথা গরম’ কমিয়ে দিতে পারে।


তবে চোখের পানি দেখলে পুরুষের ‘মাথা গরম’ কমছে কিনা বলা মুশকিল। কারণ পরীক্ষাটা ছিল অন্যরকম। পরীক্ষা চলাকালীন চোখের পানির গন্ধ শুঁকতে হয়েছে পুরুষদের। সেই গন্ধ শুঁকেই নাকি নিমেষে রাগ কমে গেছে তাদের।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।


যদিও প্রাথমিকভাবে এই পরীক্ষা ইঁদুরের বিশেষ প্রজাতি রোডেন্টের ওপর করা হয়। এতে দেখা যায়, মেয়ে ইঁদুরের চোখের পানির গন্ধ শুঁকেই রাগ কমে যাচ্ছে পুরুষ ইঁদুরের। বিজ্ঞানীদের কথায়, প্রাণীদের মধ্যে এটা অহরহ হয়ে থাকলেও মানুষদের মধ্যে ততটা বোঝা যায় না। এজন্য পুরুষদের ওপর পরীক্ষা করা হয়েছিল।


পরীক্ষা-নিরীক্ষার সময় দেখা যায়, একটি বিশেষ পরিস্থিতি তৈরি করলে পুরুষরা স্বাভাবিকভাবে রেগে যান। এতে করে তারা মুহূর্তেই নানাভাবে রাগ দেখাতে থাকেন। এর মধ্যে একদলকে দেওয়া হয় মেয়েদের চোখের পানির গন্ধ; অন্য দলকে স্যালাইনের গন্ধ। যদিও আদতে দুটিরই কোনো গন্ধ নেই। কিন্তু নাকের সামনে নিয়ে শোঁকার ভঙ্গি করতে হয়। দেখা গেছে ৪০ শতাংশ পুরুষের রাগ কমেছে একেবারেই।


No comments

Powered by Blogger.