যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন নাজমুল হাসান পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবার পেয়েছেন আরও বড় দায়িত্ব। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি।
এবারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রীর পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় ১১ জনকে। যাদের অধকিাংশই নতুন মুখ। যার বড় উদাহরণ বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য পাপন।
আওয়ামী লীগ সরকারের অধীনে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আসনে ২০০৯ সাল থেকে টানা চার বারের মতো এমপি নির্বাচিত হলেও, এবারই প্রথম মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মন্ত্রিসভার বাকি সদস্যের সঙ্গে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গবভনে শপথবাক্য পাঠ করেন পাপন।
প্রথমবার মন্ত্রী হয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে পাপন বলেন, ‘ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব দিয়েছেন। আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে। চেষ্টা করব সেরাটা দিতে।’
আগের মেয়াদে প্রধানমন্ত্রীর অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জাহিদ আহসান রাসেল। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেও, এবার মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার।
No comments