তোমার জন্যে || সুমাইয়া রিমি
তোমার জন্যে || সুমাইয়া রিমি
তোমার জন্যে কাজল কালো আঁখি
পেলব ঠোঁটও লেপ্টে আছে রঙে,
শতেক চুমু ভরিয়ে দেওয়া ঠোঁটেই
চায়ের চুমুক রোড সাইডের টঙে।
রাত দুপুরে ছন্দ গাঁথি প্রেমের
সহস্রাধিক শব্দ চয়ন শেষে
প্রণয়ী তোমায় প্রেম সঁপেছি ফের।
তোমার জন্যে কাব্যে হঠাৎ ভুল
অন্ত্যমিলে হয়েছে গরমিল,
মন খারাপে গগন ছেয়েছে মেঘে
ক্ষণিক আগেই যেথায় ছিলো নীল।
তোমার জন্যে ঘর করেছি আধার
বিষাদ লুকোই সেথায় দিবানিশি
সুখের কথা ভাবতে বসি শেষে
ক্ষণিক বাদেই একলা মনে হাশি।
তোমার জন্যে অযুত কোটি চরণ
লিখতে গিয়েও হাজার ছন্দপতন,
হৃদয়ে তবুও গড়েছি প্রেমের মিনার
সেথায় দেখো উড়ছে প্রেমের কেতন।
তোমার জন্যে রাত্রি কাটে নির্ঘুম
চোখের পাতায় ঘুম জড়ানো বারণ,
বলবো বলে কত কথাই জমাই
পাইনা খুঁজে বলার কোন কারণ।
No comments