সম্পর্ক টিকিয়ে রাখতে যা মানা জরুরি
অতিরিক্ত চাহিদা অনেক সময়ই সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়,একজনকে বিশ্বাঘাতক করতে শেখায়। যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই নিজের পাশাপাশি অন্যের চাহিদাকে গুরুত্ব দিতে হয়। শুধুমাত্র নিজের চাহিদাকে গুরুত্ব দিলে সম্পর্ক যে কোনও সময়ই ভেঙে যেতে পারে। মনে রাখেবেন, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই ত্যাগ গুরুত্বপূর্ণ।
যে কোনও সম্পর্ক ধরে রাখতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল-
১. নিজে খুশি থাকার পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে অন্যকেও খুশি রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ।
২. যে কোনও সম্পর্কের ক্ষেত্রে সীমানা নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনও সম্পর্ক তখনই নিরাপদ আর স্বাস্থ্যকর থাকে যখন তা একটা সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রত্যেক ব্যক্তির একটি নির্দিষ্ট পরিসর থাকা জরুরি।
শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প
৩. যে কোনও সম্পর্কের মূল শর্তই হল প্রতিশ্রুতি পুরণ। তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে মনে রাখা জরুরি সেই প্রতিশ্রুতি আপনি পূরণ করতে পারবেন কিনা। কারণ প্রতিশ্রুতি পুরণ না করলে যে কোনও সম্পর্ক যে কোনও সময় ভেঙে যেতে পারে।
৪. যে কোনও সম্পর্কেই ক্ষমা জরুরি। কিন্তু বারবার ক্ষমা প্রার্থনা করাও সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত ক্ষমা প্রার্থনা করা যে কোনও ব্যক্তির চারিত্রিক ত্রুটি হিসেবে ধরে নেওয়া হয়। তাই অনেক সময়ে সম্পর্ক ভেঙে যেতে পারে।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments