Adsterra

আকাশ নাকি মেঘ || এ.এইচ. আনহা

আকাশ নাকি মেঘ,  এ.এইচ. আনহা,  romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, ঢাকা ভয়েস, বাংলা কবিতা,

আকাশ নাকি মেঘ || এ.এইচ. আনহা

মাথার উপরে এখনো আকাশ ভাসছে

ভেসেই যাচ্ছে তাঁর সেই পুরনো গতিতে 

সেই সৃষ্টিলগ্ন থেকে শুরু করে আজও,

আকাশ ঠিক আগের মতোই আছে।

তবে তুমি কেনো বদলালে? 

তুমি কি আকাশের চেয়েও বড়?  আকাশের চেয়েও সুন্দর? 

নাকি নিজেকেই আকাশ ভাবো?

আসলে কী জানো? তুমি ছিলে মেঘ! 

কালের পরিক্রমায় ঠিকই নিজের পালা বদল করে গেছো।

কখনো গ্রীষ্মের দুপুরে বিলীন হয়েছো,

কখনো বরষার মতো দুঃখ ঝড়িয়েছো।

কখনো শারদ মেখেছো সমস্ত শরীর জুড়ে,

কখনো বা হৈমন্তি সেজে বয়ে গেছো অন্য আকাশে। 

 কিন্তু, কখনোই কনকনে শিতের রাতে কুয়াশা হয়ে আমায় ভেজাতে আসো নি। 

বসন্তদিনের মতন বাতাসে আবারও ঠিকই উড়ে চলে গেছো!

বসন্তের অপরিচিত কোনো ফুলও তো হতে পারতে! 

কালে কালে দেখা হতো আমাদের। 

আমি তো ছিড়তাম না তোমায় কোনো কালেই,

ছুড়তাম, একটুখানি ভালোবাসা।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।

No comments

Powered by Blogger.