আইসিসির বর্ষসেরার তালিকায় বাংলাদেশের মারুফা
দেশের মেয়েদের ক্রিকেটে ২০২৩ সাল ছিল আশাজাগানিয়া। ঘরে-বাইরে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ভারত, পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিতেছে টাইগ্রেসরা। যেখানে বল হাতে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার।
দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৩ সালে বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই পেসার। মারুফার সঙ্গে চারজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল এবং স্কটল্যান্ডের ডার্সি কার্টার।
এছাড়া ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের যশস্বী জসওয়াল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজে এবং শ্রীলংকার দিলশান মাদুশঙ্কা।
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হবেন। আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকরা ভোট দিতে পারবেন।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments