Adsterra

অপ্রিয় প্রাক্তন || সুমাইয়া রিমি

romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, ঢাকা ভয়েস, বাংলা কবিতা,  অপ্রিয় প্রাক্তন, সুমাইয়া রিমি


অপ্রিয় প্রাক্তন 
 - সুমাইয়া রিমি

সময়ের স্বল্পতা কি এখনো আপনাকে তাড়া করে ভীষণ?
আপনার প্রস্তর হৃদয়ের একাংশে আমি থাকাকালীন-
যেমন ব্যস্ততায় বুঁদ হয়ে থাকতেন সর্বক্ষণ,
ক্ষণকালের অবসরও ছিলো আপনার নিকট অকল্পনীয়,
ঠিক তেমনই অজুহাতে গড়া ব্যস্ততা কি এখনো আপনাকে ঘিরে রাখে অহর্নিশ?
অপ্রিয় প্রাক্তন,
স্বল্প শব্দের কিছু ক্ষুদেবার্তা লিখতে গিয়ে এখনও কি বিরক্তি আসে আপনার?
যে বিরক্তির জন্য এককালে একমাত্র আমিই দায়ী ছিলাম।
অত্যন্ত তুচ্ছ কারো জন্যে নিজের মূল্যবান সময়ের ঘাটতির কথা চিন্তা করে,
এখন আর আফসোস করেন?
যেমনটা আমার জন্যে করতেন ; দু-চার কিংবা দশ মিনিটের ফোনালাপে।
অপ্রিয় প্রাক্তন,
ঠুনকো আবেগ ও মিথ্যে অনুভূতির মিশ্রণ ঘটিয়ে
কাউকে ভালোবাসি বলা হয় এখন আর?
যেমনটা আমাকে বলেছিলেন।
যে ভালোবাসার স্থায়িত্বকাল মুগ্ধতা ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিঃশেষ হয়ে যায় ;
ভালোবাসা নামক সেই তীব্র গরল এখনও কি বিলিয়ে বেড়ান যত্রতত্র?
তাদেরকেও কি "মায়াবিনী" বলেই সম্বোধন করেন?
অপ্রিয় প্রাক্তন,
কোন মায়াবতীর মুখশ্রী পানে তাকিয়ে-
স্নিগ্ধ নেত্রের সদ্য লেপ্টে যাওয়া কাজল পর্যবেক্ষণ করছেন এখন?
তার গালেও কি যত্ন করে তিলক চিহ্ন এঁকে দিয়েছিলো বিধাতা?
যার মুগ্ধতায় আটকে গিয়ে আমায় ভুলতে বসেছিলেন সেদিন নির্দ্বিধায়।
অপ্রিয় প্রাক্তন,
হ্যাঁ ঠিক ধরেছেন।
আপনার অবস্থান ইতিমধ্যে প্রিয়দের তালিকা হতে কর্তন করে-
অপ্রিয়ের তালিকায় যুক্ত হয়েছে।
প্রিয় কিভাবে অপ্রিয় হয় একটা সময়
আমার ঠিক বোধগম্য হতো না জানেন?
অথচ দেখুন, আজ আপনিই আমার নিকট অপ্রিয়।
ভীষণ অপ্রিয়।
যতটা অপ্রিয় হলে কাউকে অকপটে তীব্র ঘৃণার তালিকায় স্থান দেওয়া যায়।

শাহরিয়ার সোহাগ এর  নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প

No comments

Powered by Blogger.