Adsterra

এ শহরে প্রেম নিষিদ্ধ || সুমাইয়া রিমি

এ শহরে প্রেম নিষিদ্ধ, সুমাইয়া রিমি, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, ঢাকা ভয়েস, সুমাইয়া রিমি


এ শহরে প্রেম নিষিদ্ধ
- সুমাইয়া রিমি



এই শহরের প্রেমিকাদের সঙ্গে
প্রেমিকদের পার্থক্য কি জানেন?
এই শহরের প্রেমিকেরা বড্ড শ্বাসনপ্রিয়।
এরা চায় এদের পূর্ণ শ্বাসন করবার জন্য
ব্যক্তিগত একজন প্রেয়সী থাকুক।
উঠতে বসতে যার ঝাঁঝালো কন্ঠ ও
আঙুলের ইশারায় প্রেমিকের অনিয়ম ভেঙে
নিয়মের আওতায় আসবে।
যার খবরদারিতে কোণঠাসা প্রেমিক
দ্বিতীয় কোন নারীর ভাবনা
মাথাতে আনতেও দ্বিধা করবে।
দিনশেষে দাবি করবে মানুষটি
তার একান্ত ব্যক্তিগত।
এই শহরের প্রেমিকাদের সঙ্গে
প্রেমিকদের পার্থক্য কি জানেন?
এই শহরের প্রেমিকেরা বড্ড অগোছালো।
এরা চায় এদের গুছিয়ে দেওয়ার জন্য হলেও
নিজের একজন মানুষ থাকুক।
এলোমেলো চুল, শার্টের বোতাম
ঠিক করে দেওয়ার মতো
একজোড়া কোমল হাত থাকুক।
যেই হাতের স্পর্শে অগোছালো প্রেমিক
নিমেষেই নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে।
দিনশেষে ছন্নছাড়া প্রেমিকের চোখে
প্রেমিকাই হবে তার একমাত্র আরশি।
এই শহরের প্রেমিকাদের সঙ্গে
প্রেমিকদের পার্থক্য কি জানেন?
এই শহরের প্রেমিকেরা বড্ড বোকা।
প্রেমিকার দু একটি আবেগী বাক্য,
দুফোঁটা চোখের জলই এদের হৃদয়
বিগলিত করবার জন্য যথেষ্ট।
সুকুমারী প্রেয়সীর মায়াপূর্ণ চোখের দিকে
তাকিয়ে প্রেমিকার কোমল হৃদয়ে
আদর্শ প্রেমিক হিসেবে পদার্পণ করতে
এ শহরের প্রেমিকদের খুব বেশি
সময়ের প্রয়োজন পরেনা।
প্রেমিকার অন্তরের অন্তরতম কোণে পদার্পণ
কিংবা হৃদয়কাননে নির্বিবাদে
প্রেমের আবাদ ঘটাতে এ শহরের
বোকা প্রেমিক পুরুষেরাই পারদর্শী।
এই শহরের প্রেমিকাদের সঙ্গে
প্রেমিকদের পার্থক্য কি জানেন?
এই শহরের প্রেমিকেরা দিনশেষে ব্যর্থ।
ব্যক্তিগত জীবনে যদিও এরা প্রেয়সীর হৃদয়ের একচেটিয়া আধিপত্য কামনা করে,
তবু হৃদয়ে অফুরন্ত প্রেম, ভালোবাসা
মজুদ থাকা সত্ত্বেও সঠিক সময়ে
প্রণয় কে পরিণতি দান কিংবা
সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা
এ দুই-ই তাদের নিকট নিতান্তই কঠিন।
এশহরের প্রেমিকেরা যত্ন করে
আগলে রাখতে জানে ঠিকই কিন্তু
নিয়তির নির্মম পরিহাসের কাছে হেরে গিয়ে
এক সময়কার তীব্র আবেগ, অনুভূতি
তাদের নিকট হয়ে ওঠে কেবল মাত্র
বিলাসিতার নামান্তর।
ব্যর্থ প্রেমিকে ছেয়ে যাওয়া শহর তাই
জমাট বাঁধা অন্ধকার রাতের নিস্তব্ধ নির্জনতায়
তীব্র স্লোগান ছাড়ে,
"এশহরে প্রেম নিষিদ্ধ"
"এশহরে প্রেম নিষিদ্ধ"।

শাহরিয়ার সোহাগ এর  নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প

No comments

Powered by Blogger.