Adsterra

মুখের যে ৫ লক্ষণ ধূমপায়ীদের জন্য বিপদসংকেত

মুখের যে ৫ লক্ষণ ধূমপায়ীদের জন্য বিপদসংকেত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News,

এক কথায় ধূমপান মানেই স্বাস্থ্যের ক্ষতি। তবু নিকোটিনের নেশায় বুঁদ থেকে অনেকে নিয়মিত সিগারেট টানেন অর্থাৎ ধূমপান করেন। আপাতত হয়তো তেমন গুরুতর কোনো সমস্যায় পড়ছেন না। তবে মুখের ভেতর যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে এখনি সাবধান হয়ে যান:


গালের ভেতর ফোলা অংশ

গালের নিচের দিকে কিংবা গলায় কোনো ফোলা অংশ যা বাইরে থেকে বোঝা যাচ্ছে, কিন্তু কোনো ব্যথা নেই বললেই চলে, এমন উপসর্গ দেখলে সতর্ক হতে হবে।


জিভ নাড়াতে অসুবিধা

জিভ নাড়াতে অসুবিধা হওয়ার লক্ষণও কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। কথা বলার সময় জিভে ব্যথা হওয়ার লক্ষণও কিন্তু মুখের ক্যানসারের লক্ষণ হতে পারে।


সাদাটে বা লালচে ছোপ

মুখের মধ্যে সাদাটে বা লালচে ছোপ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে তিনি যদি ধূমপায়ী হন কিংবা তামাকজাতীয় পদার্থের প্রতি আসক্ত হন, তাহলে চিন্তা আরও বেশি। দীর্ঘদিন লিউকোপ্লেকিয়া অর্থাৎ, সাদাটে ছোপ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।


দাঁত ব্যথা

নিয়মিত ধূমপান ধীরে ধীরে দাঁতের বারোটা বাজায়। একসময় দাঁত শিরশির করে, গোড়া আলগা হয়ে আসে। অনেকের দাঁতের গোড়া দিয়ে রক্ত আসতে পারে। ধূমপায়ী ব্যক্তির মাড়ির ঘা, গাম ডিজিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।


মাংসপিণ্ড

মুখের ভেতরে যদি কোনো ব্যথাহীন মাংসপিণ্ড দেখা দেয়, বা সেটি ক্রমশ বড় হয় তাহলেও সেটি হতে পারে ক্যানসারের লক্ষণ।

No comments

Powered by Blogger.