Adsterra

অক্সিজেনের রিপ্লেসমেন্ট || এ.এইচ. আনহা

romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, ঢাকা ভয়েস, বাংলা কবিতা,  অক্সিজেনের রিপ্লেসমেন্ট, এ.এইচ.


এই যে হুটহাট গভীর রাত্তিরের ঘুম ভেঙে যাওয়া, নিশ্বাসের বিশ্বাসঘাতকতা,

সোডিয়াম লাইটের হলুদ আলোয় বিষাদের তিক্ততা।

অতঃপর অনেক কষ্টে এক দীর্ঘশ্বাস!

কে যেন বলেছিলো, প্রতিশ্রুতি তো আছেই!

থেকে যাওয়ার আশ্বাস?

মধ্যরাতের ভারী নিশ্বাসটাও জানে না,

সেই আমার শেষ স্বম্বল!

নিশ্বাস ছেড়ে যাবে তো আমাকেও জগৎ ছাড়তে হবে।

আর অক্সিজেন? সেও মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে।

আচ্ছা, কে বলেছে? অক্সিজেন ছাড়া দহন হয় না!

এই যে মধ্যরাত্তিরে আমার প্রতিনিয়তই হৃদয় পুড়ছে,পুড়েই চলেছে! 

অক্সিজেন নিজের কাজটা কার উপরে চাপিয়ে দিলো শুনি?

তোমায় মনে পড়ে পুড়ে যাওয়া হৃদয় জানে,

তুমি একাই অক্সিজেনের রিপ্লেসমেন্ট!

No comments

Powered by Blogger.