Adsterra

তবুও ঢাকার আকাশে ফুটল আতশবাজি, উড়ল ফানুস


তবুও ঢাকার আকাশে ফুটল আতশবাজি, উড়ল ফানুস, ঢাকা ভয়েস, Dhaka Voice, রাত ১২টার আগে থেকেই আতশবাজিতে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ, Today Trending News

শুরু হলো ইংরেজি নববর্ষ ২০২৪-এর যাত্রা। নিষেধাজ্ঞা অমান্য করেই আতশবাজি ও পটকা ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। রাত ১২টার আগে থেকেই আতশবাজিতে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। সেই সঙ্গে উড়তে থাকে ফানুস। খোলা স্থানে অনুষ্ঠান করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিধিনিষেধ থাকার পরও আনন্দ-উচ্ছ্বাসে থার্টিফার্স্ট নাইট উদযাপন করা হয়।


থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে রোববার রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ-র‍্যাব। রাতে বিভিন্ন সড়কে টহল বাড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ধ্যা ৬টা থেকে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছাড়া কাউকেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের সব হলে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি ও নিমকি বিতরণ করা হয়।


ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের ভেতরে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ করা যাবে না। ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো যাবে না। 


রাত ১২টায় দেখা যায়, শিক্ষার্থীরা ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছেন। তারা জানান, ক্যাম্পাস বহিরাগতমুক্ত হওয়ায় তারা বের হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব সময় ক্যাম্পাস বহিরাগত প্রবেশ সীমিত করা উচিত।


এদিকে গুলশান, বনানী, বারিধারা এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সন্ধ্যা থেকে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা যায়। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়। কোনো দুর্ঘটনা এড়াতে ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল। 


রাতে গুলশান-২ নম্বর মোড়ে নতুন বছর উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, প্রতি বছর থার্টিফার্স্ট নাইটে ঢাকাসহ সারাদেশে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। এবারও একইভাবে সারাদেশে নিরাপত্তা গ্রহণ করেছি। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‍্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


থার্টিফার্স্ট নাইটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে রাত ১১টায় গুলশান-২ নম্বর গোলচত্বরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, জনগণের জন্য ক্ষতিকর এমন বিষয়ে কয়েক দিন আগে থেকেই প্রচার চালানো হয়েছে– ফানুস যাতে ওড়ানো না হয়, আতশবাজি যেন ফোটানো না হয়। কারণ এগুলোতে মানুষের জানমালের ক্ষতি হয়। রাতে পশুপাখিরও ক্ষতি হতে পারে। 


তিনি আরও বলেন, আশা করি ঢাকার জনগণ সচেতনভাবে তাদের সন্তানদের নিয়ন্ত্রণে রাখবে। জনবিরোধী কোনো কার্যক্রমে যাতে তারা সম্পৃক্ত না থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.