ভোটের দিন চার স্তরের নিরাপত্তা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, নির্বাচন উপলক্ষে সারা দেশে সাড়ে সাত লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে পুলিশ ও র্যাবের সদস্য ১ লাখ ৮২ হাজার, বিজিবির ৪৬ হাজার ৮৭৬, কোস্ট গার্ডের ২ হাজার ৩৫৫ জন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ১৭ হাজার সদস্য রয়েছেন। আছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে।
সূত্রগুলো বলছে, পুলিশের পক্ষ থেকে ভোটের দিন ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিভাগীয় শহরসহ জেলা শহরগুলোর মূল সড়কে তল্লাশি ও টহল জোরদারের পরিকল্পনা রয়েছে।
দেশের ১২৪টি পর্যবেক্ষণ সংস্থার অন্তত ২০ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। পাশাপাশি ১২৭ জন বিদেশি পর্যবেক্ষকও থাকবেন। একই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহে মাঠে থাকবেন ৭৩ বিদেশি সাংবাদিক।
ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শুক্র-শনি সাপ্তাহিক ছুটির সঙ্গে এই ছুটি যোগ হয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। এই ছুটিতে অনেকে কর্মস্থল ছেড়ে বাড়ি গেছেন। এ জন্য দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চে গত বৃহস্পতিবার থেকে ছিল যাত্রীর চাপ। তাঁরা অনেকে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলেছেন। কেউ কেউ বলেছেন, পরিবেশ ভালো থাকলে ভোট দেবেন। আবার কারও কারও ভোট দেওয়া নয়, পরিবারের সঙ্গে সময় কাটানোই মূল উদ্দেশ্য।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments