Adsterra

স্মার্টফোন হুটহাট গরমের পেছনের কারণ


স্মার্টফোন হুটহাট গরমের পেছনের কারণ, ঢাকা ভয়েস, Dhaka Voice, স্মার্টফোনের নির্দিষ্ট আয়ু ফুরিয়ে যাওয়ার আগেই খারাপ হতে পারে ফোন, Today Trending News



স্মার্টফোন ছাড়া জীবনকে ভাবাটাই যেন দুরূহ কাজ। ক্রমে ভালো প্রযুক্তি, প্রসেসর, আরও বেশি স্টোরেজ থেকে দুর্ধর্ষ সব ফিচারের দিকে হাঁটছে স্মার্টফোন। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নানা সংস্করণের স্মার্টফোন উন্মোচন হচ্ছে। বহুমাত্রিক ফিচার্সের বৈশিষ্ট্যেও থাকে ভিন্ন। যত দামেই ফোন কিনুন না কেন, তার আয়ু খুব বেশি হলে তিন-চার বছর। কখনও সমস্যা শুরু হয় শুরু থেকেই।


খুঁজতে হয় নতুন ফোন। স্মার্টফোনের নির্দিষ্ট আয়ু ফুরিয়ে যাওয়ার আগেই খারাপ হতে পারে ফোন। ব্যবহারে থাকে নানামুখী ভুল। প্রতিদিনের এমন কিছু ভুল কাজ হয়ে যায়, যা মারাত্মক ক্ষতি করে ফোনের। নিয়মিত যত্ন আর সতর্কতাই পারে ফোনের আয়ু বাড়াতে। চার্জ ফুরিয়ে যাওয়ার ভয়ে রাতদিন ডিভাইসকে চার্জে রাখেন; যা আদৌ ক্ষতি করে ডিভাইসের ব্যাটারির। শুধু ব্যাটারি নয়, অতিরিক্ত চার্জে নষ্ট হয়ে যায় মাদারবোর্ড। হুটহাট গরম অনুভূত হলে বুঝতে হবে সমস্যায় আছে ফোনটি। মাদারবোর্ড একবার নষ্ট হলে গুনতে হবে ভোগান্তি আর অর্থ। সারাক্ষণ মোবাইল চার্জে বসিয়ে না রাখাই শ্রেয়।

শাহরিয়ার সোহাগ এর  নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.