Adsterra

এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ৬ হক


এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ৬ হক, ঢাকা ভয়েস, Dhaka Voice, সাক্ষাতে সালাম বিনিময় করা, Today Trending News, Today Viral News, Hot News, Top News

হজরত আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক আছে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসুল! সেগুলো কী কী? 


তিনি বললেন, (এক) সাক্ষাতে সালাম বিনিময় করা, (দুই) আমন্ত্রণ করলে গ্রহণ করা, (তিন) উপদেশ চাইলে উপদেশ দেওয়া, (চার) হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, (পাঁচ) অসুস্থ হলে সাক্ষাৎ করে খোঁজ খবর নেওয়া এবং (ছয়) মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত হওয়া ।

(মুসলিম, হাদিস :৪০২৩)


সুতরাং প্রতিটি মুসলিম ব্যক্তিকে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.