জমে উঠেছে ঢাকা চলচ্চিত্র উৎসব
বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছে দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ২০ জানুয়ারি উৎসবের উদ্বোধন হয়েছে। দেশে-বিদেশের চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে এবারের আসর। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬টি ভেন্যুতে ভিড় করছেন দর্শকরা। গতকাল ছিল উৎসবের পঞ্চম দিন।
এ দিন নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর মধ্যে ছিল এজেল যুরাইব পরিচালিত কিরগিস্তানের ছবি ‘তেনেরবারডি’, ইরানি পরিচালক হাসান কায়গোবাদির ‘দ্য জেন্টলম্যান’, হামেদ রাজাবির ‘খাতেরাত-ই বান্দোজ’, চান্না দেশাপারিয়া পরিচালিত শ্রীলঙ্কার ‘দোসরা’, অং কং হানের সিঙ্গাপুরের ছবি ‘টুয়েন্টি’, মরিয়ম সামাদির জার্মানি ছবি ‘এ হাউজ নিয়ার দ্য সান’, জোয়াচিম নিফের ‘নাচওয়াচ’, ইরানের মিরাব্বাস খাসরাভীনজাদ পরিচালিত ‘পারভিন’, মোহাম্মদ রেজা ফারজাদ পরিচালিত ‘মাজমোন’ ও মহসিন নাবাভীর ‘ঘোঘনাস’, শান্তোষ দাহাল পরিচালিত নেপালের ছবি ‘দ্য ম্যারেজ’, জে ই টাইগলা পরিচালিত ফিলিপাইনের ‘হার লকেট’। তবে গতকালের অন্যতম আকর্ষণ ছিল অভিজিৎ শ্রীদাস পরিচালিত ‘বিজয়ার পরে’ ছবিটির প্রদর্শন।
এদিন বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরে দর্শকদের সঙ্গে ছবিটির অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সিনেমাটি উপভোগ করেন। একটি সেশনে সিনেমা ও চলচ্চিত্র উৎসব নিয়ে কথাও বলেন স্বস্তিকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উৎসবকে আলোকিত করেছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব পালন করছেন তিনি। উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে মহিলাদের ভূমিকা নিয়ে ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ উপস্থিত ছিলেন শর্মিলা। উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকায় থাকবেন এই অভিনেত্রী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হচ্ছে মাস্টারক্লাস। সেই মাস্টারক্লাসে অংশ নেবেন ইরানি সিনেমার পরিচালক এবং প্রযোজক মাজিদ মাজিদি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির তরফে জানানো হয়েছে, মাজিদ মাজিদি ঢাকায় আসবেন ২৬ জানুয়ারি।
এ ছাড়াও এই উৎসবে এবং মাস্টারক্লাসে থাকবেন সংগীতশিল্পী এবং অভিনেতা অঞ্জন দত্ত। তিনি আজ ঢাকায় আসবেন। এ ছাড়া উপস্থিত থাকবেন চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান-ও। আয়োজকরা জানান, মাস্টারক্লাসে অংশ নেওয়ার পাশাপাশি শুক্রবার প্রদর্শিত হবে অঞ্জন দত্তের সিনেমা ‘চালচিত্র এখন’।
আজ উৎসবের ষষ্ঠ দিন। এদিন জাদুঘরের সুলতানা কামাল মিলনায়তনে হামিদ জার্গার পরিচালিত ইরানি সিনেমা ‘শোমার-ই দাহ’, রাশিরায় ঢিটরি ডাইচেনকোর ‘বেশেনস্টোভ’, রোজি ভোরার ভারতের ‘দ্য লাস্ট ওনার’, এঞ্জেলোস রেলিস পরিচালিত ফ্রান্সের ‘মাইটি আফরিন’। আলিয়াঁস ফ্রঁসেজে দেখানো
হবে অতনু ঘোষের ভারতীয় ছবি ‘শেষ পাতা’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মার্টিন ডুপ্লাইট পরিচালিত আর্জেন্টিনার ছবি ‘অ্যাই ফান্তাসমা’, নার্গিস আবাইয়ার পরিচালিত ইরানের ‘আবলাগ’, ইতালির ‘আন মন্ডো ইন পুই’ সিনেমাগুলো প্রদর্শিত হবে।
No comments