Adsterra

মহানবী (সা.)-এর পরিবারের নারী সদস্যদের বিশেষ মর্যাদা


মহানবী (সা.)-এর পরিবারের নারী সদস্যদের বিশেষ মর্যাদা, ঢাকা ভয়েস, Dhaka Voice, নবীজি (সা.) বলেন, প্রকৃতপক্ষে ফাতিমা আমারই অংশ, Hot News, Top News

মহানবী (সা.)-এর পরিবারের সদস্যরা ছিলেন তাঁর জীবনচরিতের সর্বোত্তম ভাষ্যকার। কেননা রাসুলুল্লাহ (সা.)-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাত্রায় তাঁরাই ছিলেন তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ সহযাত্রী, তাঁর সুখ-দুঃখের সবচেয়ে বড় অংশীদার, বিশেষ করে এ ক্ষেত্রে নবী পরিবারের নারীদের অবদান অবিস্মরণীয়। কেননা তাঁদের মাধ্যমেই ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলামের প্রায়োগিক রূপরেখা উম্মাহর সামনে প্রকাশ পেয়েছে। ইসলামের অন্য বিষয়গুলোও তাঁদের বক্তব্যের সংযোগে পূর্ণতা লাভ করেছে।


নবী পরিবারের বিশেষ মর্যাদা

রাসুলুল্লাহ (সা.)-এর পরিবারের মর্যাদা কোরআনের একাধিক আয়াত ও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন মহান আল্লাহ বলেন, ‘হে নবী পরিবার! আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।’ (সুরা : আহজাব, আয়াত : ৩৩)


অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘তারা বলল, আল্লাহর কাজে তুমি বিস্ময় বোধ করছ? হে পরিবারবর্গ! তোমাদের প্রতি আছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ। তিনি প্রশংসিত ও সম্মানিত।



নবী পরিবারে নারীর মর্যাদা

পরিবারে নারীদের প্রতি নবীজি (সা.) অত্যন্ত স্নেহশীল এবং তাঁদের অধিকার রক্ষায় সচেতন ছিলেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী ও সুগন্ধি আমার কাছে পছন্দনীয় করা হয়েছে এবং নামাজে রাখা হয়েছে আমার চোখের প্রশান্তি। (সুনানে নাসায়ি, হাদিস : ৩৯৩৯)


কন্যা ফাতিমা (রা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে নবীজি (সা.) বলেন, প্রকৃতপক্ষে ফাতিমা আমারই অংশ, যা তাকে কষ্ট দেয়, তা আমাকেও কষ্ট দেয়, যা তাকে ক্লান্ত করে তা আমাকেও ক্লান্ত করে। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৮৬৯)


যাঁরা যেভাবে অবদান রেখেছেন

সার্বিক বিবেচনায় নবী পরিবারের নারীদের দুই ভাগে ভাগ করা যায়।

তা হলো— ১. যাঁরা নবীজি (সা.)-এর জীবদ্দশায় ইন্তেকাল করেন, ২. যাঁরা নবীজি (সা.)-এর পরও জীবিত ছিলেন। প্রথম শ্রেণি মহানবী (সা.)-এর সেবা, ইসলামের জন্য কষ্ট স্বীকার ও আত্মত্যাগ বেশি করেছিলেন। আর দ্বিতীয় শ্রেণি রাসুলুল্লাহ (সা.) থেকে প্রাপ্ত ইসলামের শিক্ষা ও নবীজি (সা.)-এর বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেন।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.