Adsterra

দৈনিক কী পরিমাণ চুল পড়া স্বাভাবিক ?

 


দৈনিক কী পরিমাণ চুল পড়া স্বাভাবিক, ঢাকা ভয়েস, Dhaka Voice, নারী-পুরুষ সবাই চুল পড়ার শিকার, Today Trending News, Today Viral News, Hot News, Top News

প্রতিদিন মাথার দুই-একটা চুল পড়া স্বাভাবিক হলেও অতিরিক্ত চুল পড়া অস্বাভাবিক। অতিরিক্ত চুল পড়া চিন্তার বিষয়। কারণ চুল পড়ে নতুন চুল না গজালে আস্তে আস্তে মাথায় টাক পড়ে যায়।  


নারী-পুরুষ সবাই চুল পড়ার শিকার। চুল কেরাটিন নামে একরকম প্রোটিন দিয়ে তৈরি ও ৯৭  শতাংশ প্রোটিন ও ৩ শতাংশ পানি রয়েছে। চুলের যেটুকু আমরা দেখি, সেটি মৃত কোষ। মনে রাখবেন- কোনো বিষয়ে সমাধান জানতে হলে আগে আপনাকে বুঝতে হবে সমস্যাটি কেন হচ্ছে। আপনি যদি বুঝতে পারেন যে কেন চুল পড়ছে, তবে আপনার চুল পড়া নিয়ন্ত্রণ সহজ হবে। 


আপনার চুল কী পরিমাণে পড়ছে। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চুল পড়ার ও চুল পড়া নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় জানা গেছে। 


চিকিৎসা বিজ্ঞানের তথ্যানুযায়ী, প্রতিটা চুলের জীবনকাল দুই থেকে আট বছর। গড়ে মানুষের মাথায় ১০ হাজার চুল থাকে। প্রতিদিন কতটা চুল পড়া স্বাভাবিক। প্রতিদিন ১০০ থেকে ১২৫টি চুল পড়া স্বাভাবিক। 


যেভাবে বুঝবেন অতিরিক্ত চুল পড়ছে

প্রতিদিন ১০০ থেকে ১২৫টি চুল পড়া স্বাভাবিক।  তবে এই চুল গুনে বের করা সম্ভব হয়ে উঠে না। বৃদ্ধাঙ্গুলিসহ চার আঙুল দিয়ে ধরে আগা থেকে গোড়া পর্যন্ত টান টান করে ধরুন। যদি ছয়টি বা তার বেশি চুল উঠে আসে, তবে বুঝতে হবে অতিরিক্ত চুল পড়ছে। 


কেন অতিরিক্ত চুল পড়ে?

বিভিন্ন কারণে চুল পড়তে পারে। অতিরিক্ত চুল পড়া ‘টেলোজেন ইফ্লুভিয়াম’য়ের ইঙ্গিত দেয়। আয়রনের স্বল্পতা, অতিরিক্ত মানসিক চাপ, ফলিকলের দুর্বলতা, খুশকি, কলপ ও কৃত্রিম রঙ, কোঁকড়া চুল সোজা করার চেষ্টা, টেনে চুল বাঁধা, শ্যাম্পুসহ বিভিন্ন কারণে অতিরিক্ত চুল পড়তে পারে।  

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।


অতিরিক্ত চুল পড়া বন্ধে কী করবেন?

চুল যদি অতিরিক্ত পড়ে, তবে তা বন্ধ করা জরুরি। কারণ চুল না থাকলে আপনার বাহ্যিক সৌন্দর্য দারুণভাবে ব্যাহত হয়। 


আসুন জেনে নিই অতিরিক্ত চুল পড়লে কী করবেন?


১. অতিরিক্ত মানসিক চাপ কমাতে হবে।

২. শ্বাস নেয়া, চুল মালিশ ও শরীরচর্চা করা এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।

৩. আয়রনসমৃদ্ধ সুষম খাবার খাওয়া, চুলে রাসায়নিক উপাদান এড়িয়ে চলা।

৪. খুব বেশি শ্যাম্পু করা, তাপ প্রয়োগ ও রাসায়নিক স্প্রে করা থেকে বিরত থাকুন।

৫. পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পরিমাণে পানি খান।

৬. চুল খুশকিমুক্ত ও পরিষ্কার রাখুন।

৭. কলপ, কৃত্রিম রঙ ব্যবহার করবেন না।

৮. কোঁকড়া চুল সোজা করবেন না।  

৯. ভেজা চুল আঁচড়াবেন না। 

১০. চুলের ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করবেন।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.