আপনারা যে গল্পগুলো পড়েন সেগুলোতে চরিত্রগুলো মানুষ থাকে। ভাবুন তো, একটা গল্প, যেখানে সব চরিত্রগুলো অন্য কোনো প্রাণী। তারা মানুষের সাথে বসবাস করে, মানুষকে নিয়ে গল্প করে। মানুষের কাছে মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ সেটাই দাবী করে। তবে সেই প্রাণীদের চোখে মানুষ আসলে কেমন? মানুষ নিজের দোষ নিজে বোঝে না, নিজের ভুল ধরা দেয় না। তবে এই প্রাণীরা মানুষের কার্যক্রম দেখে, হাসে, হতাশ হয়। মানুষ সৃষ্টির সেরা বহুরূপী প্রাণী।
ছোট্ট এই দ্বীপে মানুষের যেমন বসবাস, তেমনি অসংখ্য প্রাণীরও বসবাস এখানে। তবে এই জায়গা, পরিবেশ, পানি সবকিছু একান্ত নিজেদের দাবি করা মানুষ ইচ্ছামত সেসব ব্যবহার, অপব্যবহার করে দুর্বিষহ করে তু্লেছে বাকি প্রানীদের জীবন। প্রকৃতি একটা ছন্দে বহমান। তবে তার ছন্দপতন হলে সবচে ক্ষতি যে মানুষের ই হবে, সেটা কি তারা জানে?
ইশি,
ইকি, টুকি, তাহি, গুলু এই দ্বীপে বাস করা পাঁচ বন্ধু। যারা মানুষের দয়াতে বাঁচতে চায়, তবে এই দ্বীপে বাস করা কিংবা ঘুরতে আসা মানুষগুলো কেমন যেন, শুধু নিজের কথা ভাবে। নিজের পছন্দের মানু্ষ ছাড়া অন্য মানুষও তাদের কাছে মূল্যহীন। সেখানে সৃষ্টির বাকি প্রাণগুলোও যে তার কাছে মূল্যহীন হবে সেটা স্বাভাবিক।
ওদের পাঁচ বন্ধু কেবল চা দোকানী জাকিরকেই ভালোমানুষ বলতে রাজি। বাকি মানুষদেরকে নিয়ে ওদের অনেক অভিযোগ। মানুষ উপন্যাসে ভিন্ন চোখে এসব মানুষের গল্প ই বলা হয়েছে। বই ও পশুপাখি প্রেমীদের কাছে এ এক ভিন্ন স্বাদের গল্প।
মানুষ। ভিন্ন চোখে মানুষের গল্প।
শাহরিয়ার সোহাগ ১২তম বই, উপন্যাস "মানুষ"।
পাওয়া যাবে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে।
অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
শাহরিয়ার সোহাগ এর জন্ম ১৯৯৫ সালের ১৭ সেপ্টেম্বর যশোর জেলার চৌগাছা উপজেলাতে। স্কুল শিক্ষিকা মা রাশিদা খাতুন তার অনুপ্রেরণার একমাত্র উৎস। ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে স্নাতক এক স্নাতকোত্তর শেষ করে শাহরিয়ার সোহাগ এখন পুরোদস্তুক লেখক। লেখক হিসেবে সুপরিচিত শাহরিয়ার সোহাগ গল্পপ্রিয়। গল্পপ্রিয় এই মানুষটা গল্প বলার মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছে লেখালেখিকে। এর আগে শাহরিয়ার সোহাগ এর ১১ টি বই প্রকাশ পেয়েছে। এখন পর্যন্ত তার প্রকাশিত উপন্যাসগুলো হলো অসমাপ্ত বন্ধুত্ব, চেনা বন্ধু অচেনা পথ, হলুদ বাতির হাসি, লেখিকা, লংজার্নি, প্রিয়ন্তিকা, লিভটুগেদার, চুড়িহাট্টা মোড়, প্রাক্তন। এছাড়া তার প্রকাশিত কাব্যগ্রন্থ হলো আমার শহরে তোমার গল্প এবং আবিদা। টিভি নাটক লেখা, টিভি ও মঞ্চতে অভিনয় এবং ফটোগ্রাফিতে ব্যস্ত সময় পার করেন সময়ের এই ব্যস্ততম লেখক। তবুও তোমাকে চাই, এবং ভালোবাসা, আমাদের প্রেম না হোক তার লেখা জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম। অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অধিকাংশ তারা শিল্পীর সাথেই। সামাজিক দায়বন্ধতা থেকে বেশকিছু সামাজিক সংগঠনের সাথেও যুক্ত আছেন এই লেখক। ব্যক্তিগত জীবনে শাহরিয়ার সোহাগ বিবাহিত। সহধর্মিণী আবিদা সুলতানা পেশায় একজন চিকিৎসক।
No comments