Adsterra

যে কারণে কোনো মেয়েই প্রেমে পড়ছে না আপনার


যে কারণে কোনো মেয়েই প্রেমে পড়ছে না আপনার, ঢাকা ভয়েস, Dhaka Voice, বয়স ৩৫ পেরিয়ে গেলেও এখনো মনের মতো সঙ্গী পাচ্ছেন না, Today Trending News, Top News

বয়স ৩৫ পেরিয়ে গেলেও এখনো মনের মতো সঙ্গী পাচ্ছেন না? একাধিক মেয়ের সঙ্গে আলাপ হচ্ছে, তবুও কাউকেই মনে ধরছে না? এ ক্ষেত্রে সব সময় আপনার সামনের জনেরই ভুল থাকছে এমনটা নয়, আপনার দিক থেকেও খামতি থাকতে পারে। আদৌ কি আপনি নতুন সম্পর্কে জড়ানোর জন্য মানসিক ভাবে তৈরি— নিজেকে এই প্রশ্নটা সবার আগে করুন। 


১) আকাশছোঁয়া প্রত্যাশা

আপনার আকাশছোঁয়া প্রত্যাশার কারণে এমনটা হতেই পারে। মনে মনে ‘আদর্শ’ সঙ্গীর একটি ছবি তৈরি করে ফেলেছেন? অনেক ক্ষেত্রেই আমরা সিনেমা দেখে বা বই পড়ে প্রেম সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা তৈরি করে নিই। আপনি যে গুণগুলি সঙ্গীর মধ্যে খুঁজছেন, তার প্রত্যেকটি কোনও এক জন মানুষের মধ্যে না-ও পেতে পারেন। তাই সঙ্গীর কোন গুণকে প্রাধান্য দেবেন, তা আগে স্থির করুন। মনে রাখবেন, আপনার মধ্যেও প্রচুর খামতি রয়েছে। তাই আকাশছোঁয়া প্রত্যাশা না করাই ভাল।


২) অতীতকে আকড়ে থাকা

পুরনো কোনও সম্পর্ক আচমকা ভেঙে যাওয়ার পর যখন নতুন কেউ জীবনে আসেন, তখন অজান্তেই মন বার বার অতীতের সঙ্গে তার তুলনা করে বসে। এই প্রবণতা নতুন সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। অতীতকে আঁকড়ে থাকবেন না। বর্তমান জীবন উপভোগ করার চেষ্টা করুন। তা হলেই আপনি ভাল থাকবেন।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।


৩) সঙ্গিকে নিজের নিয়ন্ত্রণে রাখার মনোভাব

অনেকেই মনে করেন, সম্পর্কে জড়ানোর প্রথম দিন থেকেই তিনি সেই সম্পর্ককে চালনা করবেন। দুই ব্যক্তির মধ্যে যদি বোঝাপড়া না থাকে, তা হলে নতুন সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। সঙ্গীকে নিজের নিয়ন্ত্রণে রাখার মনোভাব থেকে বেরিয়ে আসুন। সম্পর্কের চাবিকাঠি দু’জনের হাতে থাকলে ক্ষতি কী?


৪) আত্মবিশ্বাসের অভাব

পুরনো কোনও সম্পর্ক আপনার ভুলে ভেঙে গিয়েছে বলে সারা ক্ষণ নিজেকে দোষারোপ করবেন না। আত্মবিশ্বাসের অভাব থেকেই নতুন সম্পর্কে যেতে ভয় পান অনেকে। তাই নিজেকে সময় দিন। মানসিক ভাবে তৈরি হয়ে তার পরে সম্পর্কের কথা ভাবুন।


৫) বিশ্বাস রাখতে ভয়

চারপাশে নানা রকম ঘটনা দেখে কিংবা আগের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকে কারও প্রতি দ্রুত বিশ্বাস রাখতে ভয় পান। এর প্রভাব এসে পড়ে নতুন সম্পর্কে। কোনও সম্পর্কে নিজেকে জড়ানোর আগে কিছু দ্বিধা হওয়াই স্বাভাবিক। তবে সব মানুষ এক রকম হন না। একই অভিজ্ঞতা আপনার বার বার হবে, তা ধরে নেওয়ার কোনও কারণ নেই।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.