Adsterra

আত্মবিলাসী জোছনা

আত্মবিলাসী জোছনা, আহসান হাবীব রকি, ঢাকা ভয়েস, Dhaka Voice,  প্রেমের উপন্যাস, romantic bangla story, bangla story for love, short bangla story,


আত্মবিলাসী জোছনা
- আহসান হাবীব (রকি)


সাক্ষি করে কয়েক'শ জন

সব রীতি-রেওয়াজ মেনে

সখি তুমি, মুছে ফেলেছো তোমার অতীত,

এখন হাতে রেখেছো নতুন হাত

অর্ধাঙ্গিনীর সব দায় নিয়ে

হাঁটছো তুমি দিন-রাত।


বিয়েতে তোমার বেজেছে সানাই

ভূরিভোজে...পেট ভরেছে কত লোক!

বাবা-মা'য়ের মুখের মৃদু হাসিতে

সখি তুমি, চেয়ে থেকেছো অপলক।

এতটুকুনি হাসির মূল্যে তুমি

দিয়েছো নন্দিত নরকে পাড়ি

পুরোনো সেই নিজেকে গলাচেপে মেরে

মৃত এক 'মন'কে নিয়ে সাজিয়েছো তোমার বাড়ি।


চেয়ে দেখো!  দেখো, সবাই খুশি

তোমার এই আত্মত্যাগে

অনেকে তো বাহবা সমেত তালি বাজালো

তোমার নিঁখুত অভিনয় দেখে ;

তবু দু'চোখ ভরা অশ্রুফোটা

জমিয়ে রাখলে নিজের নামে-

কেউ না জানলেও জানে সে সখা

তোমার ভেতর তোমাকে।


চার দেয়ালে বন্দী তুমি

অপরিচিত এক পুরুষ সহ

এক ছাদের নিচে-আটকে রাখো তোমার শ্বাস

মিছে ভালোবাসায় ধর্ষিত তুমি

তবু করছো সাধের সহবাস।

জানতে চাইলে লুকাও তুমি

হাসিতে আড়াল করো তোমার কান্না-

আত্মবিলাসী সখি আমার

সত্যিই তুমি আঁধার রাতের

এক আলোক বর্ষিত অনন্যা ।।

No comments

Powered by Blogger.