শীতে ঠোঁট ফাটা রোধে ৬ টিপস
শীতকালে ঠান্ডা বাতাসও আমাদের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয় ৷ যার কারণে আমাদের শরীর ত্বক শুষ্ক হতে শুরু করে। একইসঙ্গে আমাদের ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাওয়ার অপক্রম হয়ে যায়। এ অবস্থায় অনেকেই শুষ্ক ঠোঁটের উপর বারবার জিভ বুলিয়ে ফেলেন। এতে সাময়িক আরাম মিললেও পর মুহূর্তেই ঠোঁটে প্রদাহ শুরু হয়ে যায়। এই অবস্থায় শুধু লিপবাম দিয়ে ফাটা ঠোঁটের যত্ন নেওয়া যায় না। ঠোঁটের যত্নে রইল ৬ টিপস।
১. ফাটা ঠোঁট হোক বা গোড়ালি, শরীর হাইড্রেট থাকলে ত্বকের সমস্যা এমনই কমে যায়। তাই প্রচুর পরিমাণে পানি পান করুন। শরীর হাইড্রেট থাকলে, ঠোঁটও ময়েশ্চারাইজ থাকবে। ঠোঁটকে শুষ্কতার থেকে রক্ষা করলে পানি খান।
২. ঠোঁটের যত্নে লিপ বামের বিকল্প নেই। লিপ বাম ঠোঁটকে শুষ্ক হতে দেয় না। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। তবে, এমন লিপ বাম ব্যবহার করুন যার মধ্যে বিসওয়াক্স, শিয়া বাটার কিংবা নারকেল তেল রয়েছে। রাস্তাঘাটে বেরোলে লিপ বাম সঙ্গে নিয়ে বের হন।
৩. লিপ বাম ছাড়াও রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। এক্ষেত্রে আপনি কোনো হাইড্রেটিং বা অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়া নারকেল তেল বা ঘিয়ের প্রলেপ লাগাতে পারেন ঠোঁটের উপর।
৪. ঠোঁটের উপর থেকে মরা কোষ তোলা জরুরি। তাই চিনি ও মধু মিশিয়ে লিপ স্ক্রাব বানিয়ে নিন। এই লিপ স্ক্রাব ঠোঁটের উপর সার্কুলার মোশনে মালিশ করুন। এটি ফাটা ও শুষ্ক ঠোঁটের সমস্যা দূর করবে। পাশাপাশি ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনবে।
৫. রোদে বের হলে ঠোঁটেও মাখুন সানস্ক্রিন। সানস্ক্রিন ঠোঁটকে ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি ঠোঁটকে কালচে হতে দেবে না। এমনকি শুষ্ক বাতাসের সংস্পর্শেও আসতে দেবে না।
৬. ফাটা ঠোঁটের সমস্যা প্রতিরোধ করতে চাইলে ডায়েটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রাখুন। সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্স সিড, আখরোটের মতো খাবার ঠোঁটকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এই টিপস মানলেই নরম ঠোঁট ফিরে পাবেন আবার।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments