Adsterra

রাশেদ শিকদারের প্রথম বই ‘দ্য পাসওয়ার্ড অব সাকসেস', আসছে বইমেলায়

রাশেদ শিকদারের প্রথম বই ‘দ্য পাসওয়ার্ড অব সাকসেস', আসছে বইমেলায়, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News


আত্ম-উন্নয়নমূলক বই নিয়ে আসছেন রাশেদ

দরজায় কড়া নাড়ছে অমর একুশে বইমেলা। প্রবীণ লেখকদের ভিড়ে নবীন লেখকরাও জায়গা করে নিচ্ছে মেধা ও প্রতিভার সম্মিলনে। এরই ধারাবাহিকতায় এবারের মেলায় আসছে ছোট পর্দার অভিনেতা ও ম্যাজিশিয়ান রাশেদ শিকদারের প্রথম বই ‘দ্য পাসওয়ার্ড অব সাকসেস’। অনুজ প্রকাশনী থেকে বইটি প্রকাশ হচ্ছে।


জাদুশিল্পী, ছোট পর্দার অভিনেতা ও কৌতুক অভিনেতার পরিচয় ছাপিয়ে লেখক হিসেবে আসছেন রাশেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার লেখা প্রথম বই প্রকাশিত হতে যাচ্ছে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। একমাত্র আমিই সম্পূর্ণ উপলব্ধি করতে পারছি। এই বইয়ের সমস্ত বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। সকল বয়সী পাঠক বইটি খুব সহজেই বুঝতে পারবেন। খুঁজে পাবেন জীবনের মানে। বইয়ের প্রতিটি বাক্যে রয়েছে সফলতার গুপ্ত মন্ত্র। আশা করি, বইটি পাঠকদের ভালো লাগবে।


তিনি আরো বলেন, আমার খুবই ভালো লাগছে যে, প্রতিবছর বইমেলায় ঘুরে ঘুরে অনেক লেখকের বই কিনি। এবার পাঠক আমার বইও কিনবেন। পরিশেষে এটাই বলতে চাই যে, বই কিনুন, বই পড়ুন। অপসংস্কৃতি থেকে দূরে, সুস্থ ও সামাজিক সংস্কৃতিচর্চার সঙ্গে থাকুন।


শাহরিয়ার সোহাগ উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প


রাশেদের প্রথম বইটি আত্মউন্নয়নমূলক। বইটি সম্পাদনা করেছেন লেখিকা মনিকা জাহান চৌধুরী। প্রচ্ছদ করেছেন সজীব ওয়ার্সী। প্রকাশনায় অনুজ প্রকাশন। প্রকাশক আশরাফুল ইসলাম তুষার এবং বইমেলা পরিবেশক এশিয়া পাবলিকেশন (স্টল নং- ২৫, ২৬, ২৭ ও ২৮)।

No comments

Powered by Blogger.