Adsterra

লোডশেডিং এবং একটি পুরোনো প্রেমের উপাখ্যান


poem by Shahriar Sohag সমকালিন কবিতা  বাংলাদেশী কবির কবিতা আধুনিক কবিতা, সাহিত্য, আহসান হাবীব রকি, লোডশেডিং এবং একটি পুরোনো প্রেমের উপাখ্যান


লোডশেডিং এবং একটি পুরোনো প্রেমের উপাখ্যান

- আহসান হাবীব রকি


মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটা 

ঘুরতে ঘুরতে হঠাৎ থমকে গেলো-

হাতে স্ক্রলিং হতে থাকা ফোনটাও 

কাজ করতে বন্ধ করে দিলো, 

টেবিলে পড়ে থাকা এঁটো খাবাবের প্লেটে- 'মাছিগুলো' 

কেমন যেন মিছিল, মিটিং আর জনসভা করতে বসে পড়লো...

টেবিলে পড়ে থাকা আধখোলা বইগুলো জানালার দমকা হাওয়ায়-

কেমন যেন ফড়-ফড় করে শব্দ করতে শুরু করলো। 


কে যেন বিরক্ত হয়ে হর্ণ চাপলো,

অনবরত শুনতে পাচ্ছি বাস-টেম্পু আর মটরবাইকের চলাচল...

ফুটপাতে বিক্রি করা সেই বাঁত-ব্যাথার ঔষধ, 

ম্যাজিক মাজন আর ছারপোকার বংশ নিরবংশ করা ঔষধের মাইকিং,

দূর থেকে ভেসে আসছে দেয়ালে ইকো হওয়ার ইট-পাথর আর কন্সট্রাক্শনের শব্দ,

এদিকে রান্নাঘরে চলছে থালাবাসন ঘঁসামাজা আর খালার সেই কর্কষ কন্ঠে -

এটা নাই-ওটা নাই অভিযোগের ঘোর বিরক্তিযোগ্য। 


অথচ মস্তিষ্কজুড়ে 

এত-এত কিছুর উপলব্ধি আর বিরক্তির  ভীরে -

চারকোণা এই ঘরের একটা বিছানায় আমি নিথর হয়ে পড়ে আছি ;

এমারজেন্সি বেডের রোগীর মত নিজেই-নিজের একটা-একটা করে নিশ্বাস গুনছি,

মনের ভেতরে তোমাকে ঘিরে 

পাওয়া আর না পাওয়ার ক্যালকুলেশনে বেঁধে আছে বিরাট গড়মিল। 

পুরোনো সেই কত-শত স্মৃতি

তোমার বলা হাজরটা মিথ্যে 

আর নিযুত-কোটি ওয়াদাগুলো... 

সব যেন আবার নতুন করে রিওয়াইন্ড হয়ে ভেসে চলছে মনে। 


কেমন যেন অস্বস্তি আর ঘামে বুকের মাঝে যন্ত্রনাগুলো আবারো বাড়তে থাকলো-

নিজের অজান্তে চোখের মাঝে অশ্রু জমছে টলোমলো... 

আর যেন কোনো কিছু 

শুনতে পাচ্ছি না- বুঝতে পারছি না,

মস্তিষ্ক দখল করে নিয়েছে 

তোমার মিষ্টি মুখে বিষ মাখানো হাসি-

বিবেক-বুদ্ধি মিলে যেন মনের বিরুদ্ধে ডিবেট করছে, 

ঘৃনার বদলে কেন আজও তোমাকে বড্ড-ভীষণ ভালোবাসি? 


এই যা! 

মাথার উপর সিলিং ফ্যানটা ঘুরতে শুরু হয়ে গেছে..

হকারের বিজ্ঞাপন, খালার অভিযোগ তথা পুরোনো প্রেমিকার ছলনা -

সব কিছু এখন ইন্টারনেটের আটকে থাকা স্ট্রলিং বাটন অটোমেটিক স্কিপ হয়ে গেছে রীল, 

সিরিজ আর গেমে ;

কংগ্রাচুলেশন টু মি, মন আর মস্তিস্ক কোনোটাই আর নেই পুরোনো ইশুতে থেমে।

No comments

Powered by Blogger.