অনিচ্ছাকৃত গুনাহ থেকে মুক্তির দোয়া
জীবনে চলতে-ফিরতে ইচ্ছায়-অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়। মানুষের জন্য গুনাহ একটি অপবিত্রতা। এ থেকে নিজেকে পবিত্র রাখা ও পবিত্রতার জন্য আল্লাহর প্রার্থনা করা। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট-বড়, প্রকাশ্য-অপ্রকাশ্য সব ধরনের গুনাহের অপবিত্রতা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন।
হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট-বড় সব ধরনের গুনাহ থেকে পবিত্র থাকতে এই দোয়া করতেন-‘আল্লাহুম্মাগফিরলি খাতিআতি, ওয়া জাহলি, ওয়া ইসরাফি ফি আমরি, ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি, আল্লাহুম্মাগফিরলি হাজলি ওয়া জিদ্দি ওয়া খাতায়া, ওয়া আমদি, ওয়া কুল্লু জালিকা ইনদি’।
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুলত্রুটিজনিত গুনাহ, আমার অজ্ঞতা, আমার বাড়াবাড়ি এবং আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন। হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার হাসি-ঠাট্টামূলক গুনাহ, আমার প্রকৃত গুনাহ, আমার অনিচ্ছাকৃত গুনাহ এবং ইচ্ছাকৃত গুনাহ, এসব গুনাহ যা আমার মধ্যে আছে।’ (বুখারি : ৬৩৯৯)
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments