ইসলাম প্রচারের প্রথম শর্ত জ্ঞানার্জন
ইসলামের পথে মানুষকে ডাকা এবং ইসলামের বার্তা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। ইসলামের পরিভাষায় একে দাওয়াত ও তাবলিগ বলা হয়। তবে এ মহান কাজে যুক্ত হওয়ার জন্য ইসলামের জ্ঞানার্জন করা আবশ্যক।
কারণ পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহ তাআলা মহানবী (সা.)-কে সম্বোধন করে বলেছেন, ‘বলো—এটা আমার পথ, আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি পৌত্তলিকদের অন্তর্ভুক্ত নই।’ (সুরা ইউসুফ: ১০৮)
এই আয়াত থেকে তিনটি বিষয় বোঝা যায়। এক. যে বিষয়ে দাওয়াত দেবে, সে বিষয়ে গভীর জ্ঞানার্জন করা, দুই. দাওয়াতের পরিবেশ বোঝা এবং তিন. দাওয়াতের পদ্ধতি সম্পর্কে দূরদর্শী হওয়া। অন্য আয়াতে সেদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, ‘তুমি-তোমরা রবের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো।’ (সুরা নাহল: ১২৫)
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারেকোরআন, হাদিস ও পূর্বসূরিদের কর্মপন্থা বিশ্লেষণ করে এ পথে আগাতে হবে। দাওয়াতের ময়দানে ইসলামের যে বক্তব্য তুলে ধরা হবে, তার পক্ষে এমনভাবে অভেদ্য দলিল-প্রমাণ উপস্থাপন করা, যাতে শ্রোতার মনে কোনো ধরনের প্রশ্ন না থাকে। তাই দাওয়াতের ময়দানে নামার আগে জ্ঞানার্জন করা অপরিহার্য। এ ছাড়া দাঈর গুণাগুণ সম্পর্কে জ্ঞানার্জন, দাওয়াতের পদ্ধতি সম্পর্কে ধারণা থাকাও আবশ্যক।
কারণ এসব ছাড়া দাওয়াত কখনো ফলপ্রসূ হয় না। তবে এর অর্থ সব বিষয়ে জ্ঞানার্জন ছাড়া ইসলাম প্রচার করা যাবে না, এমনও নয়। বরং যতটুকু জ্ঞানার্জন, ততটুকু অন্যকেও পৌঁছে দিতে কোনো সমস্যা নেই। বরং মহানবী (সা.) ‘তোমার কাছে আমার একটা আয়াত পৌঁছলেও তা মানুষের কাছে পৌঁছে দাও’ বলে এটিই বোঝাতে চেয়েছেন।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments