Adsterra

মানবতাবিরোধী অপরাধ : শেরপুরের তিনজনের বিরুদ্ধে রায় আজ

ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla mews,  মানবতাবিরোধী অপরাধ শেরপুরের তিনজনের বিরুদ্ধে রায় আজ

শেরপুরের নকলা উপজেলার তিনজনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার। গতকাল রবিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত ২৪ জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের অপেক্ষায় রেখেছিলেন ট্রাইব্যুনাল। মামলার তিন আসামি হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা এবং এ কে এম আকরাম হোসেন।


আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও আব্দুস সুবহান তরফদার। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।


প্রসিকিউটর চমন কালের কণ্ঠকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি বলে মনে করি। রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ" অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে


প্রসিকিউশন সূত্রে জানা গেছে, নকলার এই তিন আসামি মুসলিম লীগের সদস্য ছিলেন।


মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁরা রাজাকার বাহিনীতে যোগ দেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামিরা নকলা এলাকায় বিভিন্ন স্থানে ছয়জনকে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেন বলে অভিযোগ আনা হয় মামলায়।  

২০১৭ সালের ২৬ জুলাই চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে ওই বছর ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ২০১৮ সালের ৩০ আগস্ট চার আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।


বিচার চলার সময় আসামি এমদাদুল হক মারা যান।

No comments

Powered by Blogger.