হৃদয়হীনার ছলনায়
হৃদয়হীনার ছলনায়
- আহসান হাবীব রকি
চাইলে হয়তো, আরো একশ এক'টা প্রেমপত্র পাঠানো যাবে
সাজিয়ে-গুছিয়ে ছন্দ মিলিয়ে ক'য়েকশ কবিতা আবারো লেখা যাবে,
ফোন আলাপে মিষ্টি করে 'ভালোবাসি' বলে -
মন গলানো যাবে ভীষণ আবেগী কিছু সিনেমাটিক রমণী আর কয়েকজন টিনএজ তরুণীর...
প্লানিং করে ডেটিং সেরে নামি-দামী রেস্তরাতে করা যাবে চেকইন,
সুযোগ বুঝে হয়তো রিক্সা ঘুরে গালে-ঠোঁটে এঁকে দেয়া যাবে লাভবাইট নামক চুমু'ও
ওভার স্মার্টনেস আর টাকার বাহারে করা যেতে পারে- রুমডেট আর পন্ড করা যেতে পারে দু'এক রাতের ঘুমও...
শুধু ফিরে পাওয়া যাবে না ;
রাতজেগে লেখা প্রথম সেই প্রেমপত্র আর খামে আঁকিবুকি করা অনুভুতিগুলো
কবি না হয়েও- প্রিয়মানুষটাকে কল্পনা করে লেখা প্রথম সেই কাটাকুটি কবিতাগুলো ,
আর মাঝরাতের একাকিত্বে বুক ধুক-ধুপ করে ফোনালাপে বলা সেই ভালোবাসার ওয়াদাগুলো,
না ভোলার তালিকায় আরো থাকবে-
ফাস্ট মিট করতে গিয়ে সেই সে প্রথম হাতে হাত রাখা,
জীবনের প্রথম স্যালারিতে প্রিয়তমাকে গিফ্ট করা স্বস্তার সেই শাড়িটা,
রিক্সা করে শহর ঘুরতে আল্ত করে তোমার কাঁধে মাথাটা রেখে স্বস্তির নিশ্বাস ছেড়ে ঝিমিয়ে পড়া,
বাড়ি পৌন্ছানোর আগে অজানা ভয়ে শক্ত করে সেই যে হাতটা খামচি মেরে ধরা...
কিছুক্ষণ পর ছেড়ে যেতে হবে জেনে -
বিদায় বেলায় জড়িয়ে ধরার সময় চোখ টলোমলো করা পানিটা আর হয়তো কখনো জমবে না চেখের কোণে..
লুকোতে হবে না আর 'দূরত্বে মিশিয়ে রাখা মন্দলালগা...মিস করা...আর হারিয়ে ফেলার কোনো ভয়'
জীবনের যত ফ্যাস্টাসি আর প্রথম অনুভূতি পাওয়ার ছিল
সব দুমড়ে-মুচড়ে চলে গেছে যেই হৃদয়হীনা...
যার ছলনায় আমার ঠাঁই হয়েছে অনুভূতিবিহীন এই মস্তবড় মহাশূণ্যে,
অর্ধেক জীবন কাটে গেছে ভুল মানুষে বিশ্বাস আর বাকী জীবন কেটে যাচ্ছে ভুল শুধরোনোর অভিনয়ে।
No comments