Adsterra

সপ্তসুরের কলঙ্কনামা

poem by Shahriar Sohag সমকালিন কবিতা  বাংলাদেশী কবির কবিতা আধুনিক কবিতা, সাহিত্য, আহসান হাবীব রকি,সপ্তসুরের কলঙ্কনামা


সপ্তসুরের কলঙ্কনামা 

- আহসান হাবীব রকি 


ভালোবেসে, সুখি হতে দেখেছি

ভালোবাসাকে সময়ের কাছে হেরে যেতে দেখেছি,

ভালোবাসে, নিকৃষ্ট হতে দেখেছি

ভালোবাসাকে ঈশ্বরের মত পূজা করতে দেখেছি,

ভালোবাসে, ভিক্ষে করতে দেখেছি

ভালোবাসার নামে ছিনিমিনি খেলতে দেখেছি,

ভালেবেসে, নিশ্ব হয়ে ধুখে-ধুখে মরতে দেখেছি

ভালোবাসার প্রসাদ আগলে বাঁচতে দেখেছি,

ভালেবেসে, পৃথিবীর মায়া ত্যাগ করতে দেখেছি

ভালোবাসা পাবার জন্য শত-শত আকুতি করতে দেখেছি,

ভালোবেসে, নেশার সমুদ্রে ডুবতে দেখেছি

ভালোবাসাকে ঘিরে আপন স্বর্গে স্বর্গবাস করতে দেখেছি,

ভালোবেসে, প্রতিটা দুঃসাধ্যকে সাধন করতে দেখেছি

ভালোবাসার স্পর্শ মেখে বার্ধক্যকে আপন করতে দেখেছি,

ভালেবেসে, একে অন্যকে পর করে দিতে দেখেছি

ভালোবাসাকে ঘিরে বিশ্বযুদ্ধ করতে দেখেছি,

ভালোবেসে, ভালোবাসাকে বিকিয়ে যেতে দেখেছি

ভালোবাসার কাছে ইচ্ছে করেই হরে যেতে দেখেছি,

ভালোবেসে, অসামাজিক হতে দেখেছি

ভালোবাসাকে নিয়ে গান সাধতে দেখেছি,

ভালোবেসে, কলঙ্ক জড়িয়ে নিতে দেখেছি

ভালোবাসায় সিগারেট পুরিয়ে রক্ত ঝড়াতে দেখেছি,

ভালোবেসে, প্রেমপত্র লিখতে দেখেছি

ভালোবাসার জন্য ঘর ছাড়তে দেখেছি,

ভালোবেসে, হাসিমুখে বিষ-পান করতে দেখেছি

ভালোবেসে ভালোবাসার ইতিহাস গড়তে দেখেছি।


ভালোবাসাগুলো এমনি ডানা ছড়িয়ে উড়তে থাক,

ভালোবাসা সবার জীবনে নতুন করে রং মেশাক -

ভালোবাসায় ভরে থাক সব গদ্য-পদ্য, মিছিল মিটিং আর স্লোগান

ভালোবাসাগুলো বাঁচিয়ে রাখুক 

রোবটরূপি মানুষগুলোর মাঝে কচি একটা প্রাণ।

উম্মাদ এই আমি "ভালোবাসা" নিয়ে লিখতে চাই 

আরো হরেক রকমের টক-ঝাল-তেঁতো কাব্য আর গান...


ভালোবাসার সাতরঙে রংধনু এঁকে হয়ে যেতে চাই 

"প্রেমের কবিতার কবি"

জানি ; ভালোবাসা সে-তো "অমর হয়ে" থেকে যাবে

যদিও'বা হারিয়ে যাই কিংবা হয়ে যাই ফ্রেমে বাঁধাই করা অবচেতন কোনো ছবি"...

তবুও আমার লেখা কবিতাগুলো জুড়ে থেকে যাবে অমরত্বের মোহ আর দাবি।

No comments

Powered by Blogger.