Adsterra

মেয়ের পরিচালনায় মিনিটে ১ কোটি রুপি নিচ্ছেন রজনীকান্ত



মেয়ের পরিচালনায় মিনিটে ১ কোটি রুপি নিচ্ছেন রজনীকান্ত, ঢাকা ভয়েস, Dhaka Voice, নতুন ভাবে পর্দায় ফিরছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, Hot News

নতুন ভাবে পর্দায় ফিরছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। মেয়ে ঐশ্বরিয়ার রজনীকান্তের পরিচালনায় ‘লাল সালাম’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এ সিনেমা নিয়ে ইতোমধ্যে ভক্তদের আগ্রহ ও আশা বেড়েছে। ১৬৩ মিনিটের সিনেমাতে রজনীকান্ত পর্দায় থাকবেন ৩০-৪০ মিনিট মতো। মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে আপস করেননি তিনি। প্রতি মিনিট শুটিংয়ের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।


রজনীকান্তের পারিশ্রমিক যে আকাশছোঁয়া তা অজানা নয়। ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তুলে আনার নেপথ্যে তার অবদান অনস্বীকার্য। তার মতো জনপ্রিয় অভিনেতা পর্দায় থাকা মানেই সিনেমা হিট, তা ধরে নেওয়া যেতে পারে।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ" অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

‘লাল সালাম’ সিনেমাতে মোট ৪০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। এই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। ‘লাল সালাম’ সিনেমার একটি গান ‘থিমিরি ইয়েজুদা’ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে।


সেই গান কোনো জীবিত শিল্পীকে দিয়ে গাওয়াননি তিনি। কৃত্রিম মেধা প্রযুক্তির মাধ্যমে (এআই) প্রয়াত দুই শিল্পী বাম্বা বাক্য ও শাহুল হামিদের গলার স্বর তৈরি করে গান গাইয়েছেন।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.