প্রেমের বিয়ে সামলে রাখার ৫ টিপস
ভালোবাসা থাকলে জীবনে সৌন্দর্য থাকে। কিন্তু এই ভালোবাসার সংসারে যদি ঢুকে যায় অশান্তি? তাহলে জীবন এলোমেলো হতে কতক্ষণ? নিয়মিত ঝগড়া প্রেমের বিয়েতে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত দেখা যায়- বছর না ঘুরতেই এর সূত্রপাত হয়। দুজন দুজনের চোখের বিষ হয়ে ওঠেন। এর ফলে সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে কিছু নিয়ম মেনে চললে সামলে রাখা যায় সম্পর্ক ও সংসার।
১. একঘেয়ে রুটিন থেকে নিজেদের সরিয়ে নিন। চেষ্টা করুন জীবনে রোমাঞ্চ ফেরাতে। পারলে কোথাও গিয়ে ঘুরে আসুন। কিংবা আলাদা ট্রিপে বা বন্ধুদের সঙ্গেও ঘুরতে যেতে পারেন।
২. কোনো বিষয় নিয়ে যদি মতপার্থক্য থাকে, তাহলে একজন চুপ থাকুন। প্রয়োজনে বিতর্ক এড়িয়ে যান।
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ" পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে৩. মন খুলে কথা বলুন, কান খুলে কথা শুনুন। আগে থেকেই আন্দাজ করে নেবেন না। দেখবেন এতে ঝগড়া কম হবে।
৪. নিজেদের সম্পর্কের মধ্য়ে তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না। নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিন।
৫. দুজনের মধ্যে নিশ্চয়ই ভালোবাসা রয়েছে। তা খুঁজে বের করুন। প্রয়োজনে এমন কিছু কাজ করুন, যা আপনাদের দুজনেরই ভালো লাগবে।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments