Adsterra

ঈমান ও হিংসা একসঙ্গে থাকে না


ঈমান ও হিংসা একসঙ্গে থাকে না, ঢাকা ভয়েস, Dhaka Voice, হিংসা থেকে বেঁচে থাকতে রাসুল (সা.) মানুষকে সতর্ক করেছেন, Today Trending News, Today Viral News

ঈমান মানে স্বচ্ছ-পবিত্র হৃদয়ে আল্লাহর প্রতি আশা ও ভয় লালন করা। আল্লাহ থেকে সরে গিয়ে যদি আল্লার কোনো সৃষ্টির প্রতি অন্তরে হিংসার অনুভূতি জায়গা করে নেয়, তা হলে সেখানে ঈমান থাকতে পারে না। প্রকৃত ঈমানদার কখনো হিংসায় লিপ্ত হতে পারেন না। হিংসা মানুষের অন্তর থেকে ঈমান ও এখলাস দূর করে দেয়।


হজরত জুবায়ের ইবনে আওয়াম (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘তোমাদের ভেতর পিপীলিকার মতো প্রবেশ করবে বিগত উম্মতদের রোগ। আর তা হচ্ছে হিংসা ও বিদ্বেষ; যা মুণ্ডনকারী। আমি বলি না যে চুল মুণ্ডন করবে। বরং তা তোমাদের দ্বীনকে মুণ্ডন করবে’ (তিরমিজি : ২৫১০)। অর্থাৎ ক্ষুর যেমন চুল নির্মূল করে ফেলে তেমনি হিংসা মানুষের দ্বীন ও ঈমানকেও নির্মূল করে ফেলে। এ জন্য হিংসা থেকে বেঁচে থাকার জন্য আশ্রয় প্রার্থনা শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুরা ফালাকে উল্লেখ রয়েছে-‘আর হিংসুকের অনিষ্ট থেকে পানাহ চাই, যখন সে হিংসা করে।’ (সুরা ফালাক : ৫)

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই  "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।

হিংসা থেকে বেঁচে থাকতে রাসুল (সা.) মানুষকে সতর্ক করেছেন। হিংসা-বিদ্বেষের কঠিন পরিণতি সম্বন্ধে মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার মানুষের আমল পেশ করা হয় এবং সব মুমিন বান্দার গুনাহখাতা মাফ করে দেওয়া হয়; কিন্তু যাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ ও দুশমনি আছে, তাদের ক্ষমা করা হয় না। তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, তাদের ছেড়ে দাও, যেন তারা ফিরে আসে অর্থাৎ মিলে যায়।’ (মুসলিম : ৬৭১১)


হিংসার কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। পক্ষান্তরে সাধারণ ইবাদত করেও অন্তর হিংসামুক্ত রাখার কারণে বান্দার জান্নাতের সুসংবাদ লাভ হয়। হজরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, আমরা একদিন নবীজির কাছে বসা ছিলাম। এ সময় তিনি বললেন, ‘এখন তোমাদের কাছে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে।’ অতঃপর আনসারদের একজন ব্যক্তি আগমন করল। যার দাড়ি দিয়ে ওজুর পানি ঝরছিল ও বাম হাতে জুতা জোড়া ছিল। দ্বিতীয় দিন ও তৃতীয় দিন নবীজি একই কথা বললেন এবং তখন সেই একই ব্যক্তির আগমন ঘটল। অতঃপর যখন রাসুল (সা.) মজলিস থেকে উঠলেন, তখন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস তার পিছু নিলেন। আনাস (রা.) বলেন, আবদুল্লাহ বিন আমর (রা.) বলেন যে, আমি তার বাসায় এক রাত বা তিন রাত কাটাই। কিন্তু তাকে রাতে নামাজের জন্য উঠতে দেখিনি; কেবল ফজরের জন্য ওজু করা ব্যতীত। এভাবে তিন দিন তিন রাত চলে গেলে আমি তার আমলকে সামান্য মনে করতে লাগলাম। 


অবশেষে ওই ব্যক্তিকে বললাম, আপনার সম্পর্কে রাসুল (সা.) এই কথা বলেছেন এবং আমিও আপনাকে গত তিন দিন যাবৎ দেখছি। কিন্তু আপনাকে বিশেষ কোনো আমল করতে দেখলাম না। তা হলে কোন আমল আপনাকে ওই স্থানে পৌঁছিয়েছে, যার সুসংবাদ আল্লাহর রাসুল (সা.) আমাদেরকে শুনিয়েছেন? তিনি বললেন, আমি যা করি তা তো আপনি দেখেছেন। অতঃপর যখন আমি চলে আসতে উদ্যত হই, তখন তিনি আমাকে ডেকে বললেন, ‘আপনি যা দেখেছেন, তা তো দেখেছেন। তবে আমি আমার অন্তরে কোনো মুসলিমের প্রতি কোনো রকম হিংসা-বিদ্বেষ রাখি না। কারও প্রতি আল্লাহ প্রদত্ত কোনো কল্যাণের ওপর হিংসা পোষণ করি না।’ এ কথা শুনে আবদুল্লাহ বিন আমর বললেন, ‘এটিই আপনাকে উক্ত স্তরে পৌঁছেছে। এটি এমন এক আমল, যা আমরা করতে পারি না। (মুসতাদরাকে হাকেম : ৩/৭৯)

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.