Adsterra

গোলাপ কীভাবে হয়ে উঠল প্রেমের প্রতীক


গোলাপ কীভাবে হয়ে উঠল প্রেমের প্রতীক, ঢাকা ভয়েস, Dhaka Voice, সাদা গোলাপ– ক্ষমা চাওয়ার প্রতীক, Today Trending News, Today Viral News, Hot News

গ্রিক প্রেমের দেবী অ্যাফ্রোদিতির সৌন্দর্য এতটাই ছিল যে তিনি যেখানেই হাঁটতেন সেখানেই গোলাপ ফুটে উঠত রানি ভিক্টোরিয়ার যুগে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসা প্রকাশের জন্য পরস্পরকে লাল গোলাপ উপহার দিতেন


প্রতিবছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালনের মধ্যে দিয়ে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মধ্যে দিয়ে শেষ হয় দিবসগুলো।

আর এই দিবসগুলো উপলক্ষে বিশ্বব্যাপী ফুলের বিশেষ করে গোলাপের চাহিদা চরম আকারে বেড়ে যায়। লাল রং এর অন্যান্য অনেক ফুল থাকলেও দিবসগুলো উপলক্ষে লাল গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। কারণ লাল গোলাপকে বিবেচনা করা হয় ভালোবাসার প্রতীক হিসেবে।

কিন্তু শুধুমাত্র লাল গোলাপকেই কেন ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই ইতিহাস জানতে হলে আপনাকে ঘড়ির কাটা ঘুরিয়ে ফিরে যেতে হবে ইতিহাসের বেশ কয়েকটি পৌরাণিক যুগে।

গ্রিক পৌরাণিক যুগ
প্রাচীন গ্রীসে প্রেম, সৌন্দর্যের গ্রীক দেবীর নাম ছিল অ্যাফ্রোদিতি। রোমানরা আবার তাকে ভালোবাসার দেবী ভেনাস নামেও ডাকত। পৌরাণিক কাহিনী অনুসারে, অ্যাফ্রোদিতির সৌন্দর্য এতটাই ছিল যে তিনি যেখানেই হাঁটতেন সেখানেই গোলাপ ফুটে উঠত। ফলস্বরূপ, লাল গোলাপ প্রেম এবং আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে।

রোমান পৌরাণিক যুগ
ভালোবাসার মানুষকে আজ গোলাপ দেওয়ার দিনভালোবাসার মানুষকে আজ গোলাপ দেওয়ার দিন
 

রোমান পৌরাণিক কাহিনীতে অ্যাফ্রোদিতি অর্থাৎ ভালোবাসার দেবী ভেনাস তার প্রেমিক অ্যাডোনিসকে খুব ভালোবাসতো। অ্যাডোনিসকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করতে দৌড়ানোর সময় একটি কাঁটাঝোপের মধ্য দিয়ে পায়ের গোড়ালি কেটে ফেলে ভেনাস। তার রক্ত ​​তখন যেখানেই স্পর্শ করত সেখানেই লাল গোলাপ প্রস্ফুটিত হচ্ছিল। আর তাই রোমানরা বিশ্বাস করতেন যে গোলাপ হল দেবী ভেনাসের ফুল।

এ ছাড়া রোমান যুগে গোলাপ জনপ্রিয় ছিল কারণ তখন ঔষধি, পারফিউম এবং বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হত।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে


অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ" অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অন্যান্য ইতিহাস
মধ্যযুগে, রোজ ডে প্রেমিকদের অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। নাইটরা তাঁদের সঙ্গিনীদের আনুগত্যের প্রতীক হিসেবে গোলাপ উপহার দিতেন।

১৪ এবং ১৫ শতকে, ভ্যালেন্টাইনস ডে আরও বাণিজ্যিক হয়ে ওঠে কারণ ব্যবসায়ীরা ছুটি উদযাপনের জন্য কার্ড, ফুল এবং অন্যান্য উপহার বিক্রি করতে শুরু করে। লাল গোলাপ তখন ভালোবাসা ও আবেগের প্রতীক হিসেবে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।

১৭ শতকের ইংল্যান্ডে, রোজ ডে হয়ে ওঠে ছুটির দিন। এই দিনটিতে বিশেষ করে রোমান্টিক কবিতা এবং গান চর্চা হত।

রানি ভিক্টোরিয়ার যুগে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসা প্রকাশের জন্য পরস্পরকে লাল গোলাপ উপহার দিতেন।

কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান নিজেও লাল গোলাপ পছন্দ করতেন। তাঁকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গির। তিনি তাঁর বেগমকে খুশি রাখতে প্রতিদিন একটন তাজা গোলাপ নুরজাহানকে পাঠাতেন।

প্রতিটি গোলাপের আলাদা অর্থ
ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয় রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে। তবে গোলাপ শুধু লাল রং এর নয়, আরও অনেক রং এর আছে। গোলাপ লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা বিভিন্ন রঙের হয়ে থাকে এবং প্রতিটি গোলাপের আলাদা অর্থ আছে।

সাদা গোলাপ– ক্ষমা চাওয়ার প্রতীক।

কমলা গোলাপ– পছন্দ জানানোর প্রতীক।

হলুদ গোলাপ– বন্ধুত্বের প্রতীক।

গোলাপি গোলাপ– সেরা বন্ধুত্বের প্রতীক।

লাল গোলাপ– ভালোবাসার প্রতীক।


চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.