পাঁচ ব্যক্তির জন্য নবীজির সুসংবাদ
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন উম্মতের প্রতি সীমাহীন দরদি। কোন কাজে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং কোন আমল করলে দুনিয়া ও আখেরাতে শান্তি-মুক্তি লাভ হয়, তা দরসের সঙ্গে উম্মতের প্রতি নির্দেশ করতেন।
হজরত আবু হুরায়রা (রা.) বলেন-নবীজি (সা.) একবার ঘোষণা করলেন, এমন কে আছো যে, আমার থেকে কিছু শুনে রাখবে, অতঃপর তার ওপর আমল করবে এবং ওইসব লোকদের শিক্ষা দেবে যারা তার ওপর আমল করবে ?
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক নতুন বই "মানসিক স্বাস্থ্য"। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
তখন আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমি প্রস্তুত আছি। তখন নবীজি মুহব্বতের সঙ্গে আমার হাত তাঁর হাতের ভেতর টেনে নিয়ে গুনে গুনে পাঁচটি কথা বললেন-১. তুমি হারাম থেকে বেঁচে থাকবে, তা হলে সবচেয়ে বড় ‘আবেদ’ (ইবাদতকারী) হবে। ২. আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট হয়ে যাও, তা হলে সবচেয়ে ‘বড় ধনী’ হবে। ৩. তোমার প্রতিবেশীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে, তা হলে ‘মুমিন’ হবে। ৪. তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্যও তাই পছন্দ করবে, তা হলে ‘মুসলিম’ হবে। ৫. বেশি হাসবে না, কেননা বেশি হাসা অন্তরকে মৃত করে দেয়। (তিরমিজি : ২৩০৫)
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments