Adsterra

কবজির ব্যথায় কী করবেন

কবজির ব্যথায় কী করবেন, ঢাকা ভয়েস, Dhaka Voice, হাত দিয়ে ভারী কিছু ওঠাবেন না, কাপড়চোপড় চিপবেন না, Today Trending News, Today Viral News, Hot News

কবজি বা বৃদ্ধাঙ্গুলির ব্যথা অনেক কারণে হতে পারে। এর মধ্যে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস অন্যতম। আমাদের কবজি থেকে বৃদ্ধাঙ্গুলির দিকের টেনডনে প্রদাহ হলে তাকে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস বলে। সাধারণত মধ্যবয়স্ক নারীরা এ সমস্যায় বেশি আক্রান্ত হন।



রোগের কারণ 

বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে:

» আঘাত 

» ভারী জিনিসপত্র ওঠানো

» রিউমাটয়েড আর্থ্রাইটিস 

» একটানা লেখালেখি করা 

» দা, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি করা 

» ড্রিল মেশিন ব্যবহার করা ইত্যাদি।



লক্ষণ

» হাতের বৃদ্ধাঙ্গুল নাড়াতে না পারা 

» ভেজা কাপড় চিপতে ব্যথা হওয়া 

» হাত দিয়ে ভারী জিনিসপত্র ওঠাতে না পারা 

» বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মাংসপেশি শুকিয়ে যাওয়া 

» আঙুল দুর্বল হয়ে পড়ে এবং কাজ করলে ব্যথা বাড়ে


চিকিৎসা

এ রোগের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা বেশি জরুরি। কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়ারও প্রয়োজন হতে পারে।


সতর্কতা

রোগ নির্ণীত হলে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। হাতের কবজির ওপর চাপ পড়ে এমন কাজ এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন:

» হাত দিয়ে ভারী কিছু ওঠাবেন না 

» কাপড়চোপড় চিপবেন না 

» টিউবওয়েল চাপবেন না 

» একটানা বেশিক্ষণ লেখালেখি করবেন না 

» দা, কোদাল বা কুড়াল ব্যবহার করবেন না 

» ড্রিল মেশিন ব্যবহার বাদ দিতে হবে 

» কাজ করার সময় রিস্টব্যান্ড ব্যবহার করতে হবে।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.