মিথ্যে প্রেমের কাব্য
মিথ্যে প্রেমের কাব্য
- আহসান হাবীব রকি
আমার গল্পে তুমি ছিলে না কখনোই,
হুট করে উড়ে এসে জুড়ে গেছো
এমণটাও ছিলো না অবশ্য..
তুমি এসেছিলে, বুক পকেটে মোড়ানো এক গুচ্ছ দুঃখ নিয়ে
ঠিক যেন ঝড়ের শেষে ডানা ভাঙ্গা কোনো বিদ্ধস্ত পাখির মত ;
শত অপরিচিত হয়েও আমি তোমার দুঃখে হারিয়ে গেছি,
বুকের মাঝে বিধে গেছিলো তোমার অশ্রুভেঁজা লাচচে চোখের ক্ষত..
মুখে হয়তো বলিনি..
কিন্তু তোমার ব্যাথায় আমিও ভীষণ কেঁদেছি-
তারপরো মিছে হাসিতে,খু্ব যত্নে আর ভালোবাসায়
তোমার চোখের কান্না মুছে দিয়েছি।
ভাগ্যের কি আজব লীলাখেলা, দেখো..
আজ সেই ভালোবাসাগুলেই আমাকে কাঁদায়।
ভীষণ একা, তোমার দেখানো মিথ্যে স্বপ্নগুলো
আমায় অকারণ রাত জাগায়..
ভাবনা জুড়ে তোমার স্মৃতিগুলো
দুঃখ হয়ে আমার অসহায়াত্বের সুযোগ নেয়।
এতো নিখুত,এত নিপুন করেও অভিনয় করা যায়!
এ সত্যিটুকু আমার কখনই জানা ছিল না।
ভাগ্গিস, তুমি চোখে আঙুল রেখে দেখিয়ে দিলে.. দুনিয়াদারির এই নির্মম সত্যতা,
তোমার কোমল চাহুনির নিচে আস্ত মোটা স্বার্থের পরদটা চিনতে না পারাটাই বোধ হয়-
আমার সব থেকে বড় ব্যার্থতা।
কেমন করেই বা জানবো?
চিনবো তোমার মনে পুষে রাখা নীল বিষের পেয়ালা,
আমি তো আর কখনো নিজেকে মুখসে লুকিয়ে রাখিনি
খেলিনি নিজের মন ভোলাতে মিথ্যে প্রেমের রক্ত-রক্ত খেলা।
তবুও
অথচ সেই ভাগ্যের কি আজব লীলাখেলা, দেখো..
আজও সেই ভালোবাসাগুলেই আমাকে কাঁদায়।
ভীষণ একা, তোমার দেখানো মিথ্যে স্বপ্নগুলো আমাকে রোজই রাত জাগায়..
ভাবনা জুড়ে তোমার স্মৃতিগুলো দুঃখ হয়ে আমায় তীলে-তীলে নিশ্বতায় ডুবিয়ে দেয়।
তুমি আমার জীবনে এসেছিলে নিষ্পাপ প্রতিমা হয়ে
তোমার মনটাকে ছুঁয়ে দেবার জন্য আমি ছুটে গেছি রোজ
অথচ সেই তুমি, তোমার পুরোনো প্রেমিকের..
আঙুল-ঠোঁটের উষ্ন স্পর্শে বহু আগেই হয়ে গেছিলে নিখোঁজ।
আয়নার সামনে দাড়ালে
আজও নিজেকে দেখে নিজের দয়া হয়, হাসি পায়!
কতটা অন্ধত্বে মানুষ চোখের সামনে শরীর রেখে,
অদৃশ্য সেই মনটার পিছে মরিয়া হয়ে ছুটে যায় .!
হায়! হায়!
এ যেন নিজের নামে নিখোঁজ বিজ্ঞপ্তি ছাপিয়ে
আবার নিজেকে না পাওয়ার শোকেই দেশান্তর হওয়ার মত বিষয়।
মাঝে-মাঝে ভীষণ অবাক লাগে..
পৃথিবীতে এত-এত মানুষ থাকতে
শুধুমাত্র তোমাকেই ভালোবাসতে হলো কেন!
এই নিয়ে ভেবেই,
আমার নিজের প্রতি নিজের ভীষণ ঘেন্না হয়..
আমার পুরোটাই ছিল ভালোবাসা আর তোমার পুরোটাই ছিল ছলনা আর অভিনয়।
হয়তো তাই দিনশেষে ভাগ্যের এই আজব লীলাখেলা..
আজও সেই ভালোবাসাগুলেই আমাকে কাঁদায়।
ভীষণ একা, তোমার দেখানো মিথ্যে স্বপ্নগুলো আমাকে রোজই রাত জাগায়..
ভাবনা জুড়ে তোমার স্মৃতিগুলো দুঃখ হয়ে আমার বেঁচে থাকার ইচ্ছেগুলোকে-
নিশ্বাসে-নিশ্বাসে অভিশপ্ত করে দেয়।
No comments