Adsterra

চা পাতা নাকি গুঁড়া, বেশি উপকারী কোনটি ?


চা পাতা নাকি গুঁড়া, বেশি উপকারী কোনটি, ঢাকা ভয়েস, Dhaka Voice, পাতা চায়ে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা গুঁড়া চায়ের চেয়ে অনেক বেশি, Hot News, Top News

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়র একটি চা। যারা রং চা খান, তারা সাধারণত দু’ধরনের চা কেনেন। পাতা চা, না হলে গুঁড়ো চা। তবে যারা কড়া লিকার খেতে পছন্দ করেন তাদের পছন্দ গুঁড়ো চা।


যারা চায়ের সুগন্ধ উপভোগ করতে চান, তারা পছন্দ করেন পাতা চা। কিন্তু এ দু’ধরনের চায়ের শরীরের ওপর প্রভাব কতটা? একটি কী অন্যটির চেয়ে বেশি উপকারী? কী বলছে বিজ্ঞান?


পাতা চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভন, পলিফেনলের মতো যৌগ থাকে। এর মধ্যে গুঁড়া চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভনের মাত্রা খুব কম। পলিফেনলের পরিমাণ পাতা চায়ের মতোই। বিজ্ঞান কিন্তু বলছে পাতা চা বেশি উপকারী।



কেন পাতা চা বেশি উপকারী জেনে নিন সেটা-


১. পাতা চায়ে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা গুঁড়া চায়ের চেয়ে অনেক বেশি। ফলে এটি শরীরকে বেশি মাত্রায় দূষণ মুক্ত করে।


২. পাতা চা হৃদরোগের আশঙ্কা কমায়। গুঁড়া চায়ের এমন কোনও গুণ নেই।


৩. পাতা চা স্নায়ুকে আরাম দেয়। মন শান্ত করে। গুঁড়া চা খুব অল্প পরিমাণে হলেও স্নায়ুর উত্তেজনা বাড়িয়ে দেয়।


৪. পাতা চায়ে ট্যানিনের পরিমাণ তুলনায় কম থাকে। তাই ঘুম কমায় না এই চা। গুঁড়া চা বেশি পরিমাণে খেলে ঘুমের সমস্যা হতে পারে।


৫. গুঁড়া চা খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। পাতা চা খেলে তার আশঙ্কা কম।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.