রাজবাড়ী জেলা
রাজবাড়ী জেলা
রাজা সূর্য্য কুমারের নামানুসারে রাজবাড়ীর নামকরণ করা হয়। রাজা সূর্য্য কুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজ-উদ-দৌলার রাজকর্মী থাকাকালীন কোন কারণে ইংরেজদের বিরাগভাজন হলে পলাশীর যুদ্ধের পর লক্ষীকোলে এস আত্মগোপন করেন। পরে তাঁর পুত্র দ্বিগেন্দ্র প্রসাদ এ অঞ্চলে জমিদারী গড়ে তোলেন। তাঁরই পুত্র রাজা সূর্য্য কুমার ১৮৮৫ সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন। ১৯৮৪ সালে ১মার্চ জেলা হিসেবে ঘোষণা করা হয়
বিখ্যাত খাবার
চমচম
খেজুরের গুড়
বিখ্যাত স্থান
কল্যাণ দীঘি
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট
শাহ পাহলেয়ানের মাজার
নলিয়া জোড় বাংলা মন্দিরঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র
গোদার বাজার ঘাট
নীলকুঠি
রথখোলা সানমঞ্চ
জামাই পাগলের মাজার
দাদ্শী মাজার শরীফ
সমাধিনগর মঠ (অনাদি আশ্রম
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments