Adsterra

টয়লেটের চেয়ে ৪০ হাজার গুণ বেশি জীবাণু পানির বোতলে! গবেষণা

 


টয়লেটের চেয়ে ৪০ হাজার গুণ বেশি জীবাণু পানির বোতলে! গবেষণা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Hot News, Top News

টয়লেট মানেই জীবাণুর বাসা। প্রতিদিন বর্জ্য পদার্থ ত্যাগ করা হয় সেখানে। কখনো ভেবেছেন, ওই টয়লেটের থেকেও বেশি জীবাণু থাকতে পারে আপনার আগলে আগলে রাখা একটি‌ জরুরি জিনিসে? সম্প্রতি গবেষকরা কিন্তু এমন দাবিই করেছেন।


সেই গবেষণার কথা জানলে ব্যবহারের সেই প্রিয় জিনিসটি হয়তো আর ব্যবহার করতে ইচ্ছে করবে না। পানি খাওয়ার বোতলই হলো সেই জিনিস‌‌। তাতেই বাসা বাঁধে জীবাণুরা। অল্প স্বল্প জীবাণু নয়। টয়লেটের থেকে ঢের বেশি জীবাণু রয়েছে পানি খাওয়ার বোতলে।


সম্প্রতি এক গবেষণার ফলাফল হাতে পাওয়ার পর গবেষকরা জানান, পানি খাওয়ার বোতল মোটেই নিরাপদ নয়। এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু রয়েছে। পরিমাণটি কত? সে কথা বলতে গিয়েই টয়লেট সিটের তুলনা টানেন গবেষকরা।


জানানো হয়, টয়লেট সিটে যে পরিমাণ জীবাণু থাকে, তা পানির বোতলে থাকা জীবাণুর তুলনায় নগণ্য। টয়লেটের থেকে ৪০ হাজার গুণ বেশি জীবাণু রয়েছে বোতলের মধ্যে।


এই গবেষণার জন্য বিভিন্ন ধরনের বোতল থেকে নমুনা সংগ্রহ করা হয়। বাজারে আসা নতুন ছিপি সমেত বোতল, ভালভের ছিপি রয়েছে এমন বোতল, সসের বোতলের মতো সরু মুখের বোতল, সাধারণ ছিপি সমেত বোতল থেকে নমুনা সংগ্রহ করা হয়।


এছাড়াও ভালোমানের পরীক্ষা নিরীক্ষা করতে বোতলগুলোর বিভিন্ন জায়গা থেকে নমুনা নেওয়া হয়‌। সংগৃহীত নমুনাগুলো বিশ্লেষণ করেই পাওয়া যায় এমন তথ্য।‌ গ্রাম নেগেটিভ রড ও ব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়াগুলো পেটের সমস্যার বড় কারণ।


এই ধরনের ব্যাকটেরিয়া থাকা বোতলে দীর্ঘদিন পানি খেলে অ্যান্টিবায়োটিক ওষুধ ঠিকমতো কাজ করতে পারে না। নিয়মিত পরিষ্কার না করলে এর থেকেও বড় বড় রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাই প্লাস্টিকের পরিবর্তে কাঁচের বোতলে পানি খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com 

No comments

Powered by Blogger.