ধ্বংসের পথে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী উলিপুর মুন্সিবাড়ী
ধ্বংসের পথে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী উলিপুর মুন্সিবাড়ী। উলিপুর, কুড়িগ্রাম।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে প্রায় ২ কিঃমিঃ উত্তর দিকে ধরণীবাড়ী ইউনিয়নে ৩৯ একর জমির উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুন্সিবাড়ীটি। আঠারো শতকে বিনোদী লালের পালক ছেলে শ্রী ব্রজেন্দ্র লাল মুন্সির তত্ত্বাবধানে চমৎকার স্থাপত্যের এই মুন্সিবাড়ী নির্মিত হয়।
আরো পড়ুন কর্মচারী থেকে জমিদার হয়ে উঠার গল্প
No comments