Adsterra

আজ থেকে কোনোদিন তাদের মুখও দেখতে চাই না : পরীমনি

আজ থেকে কোনোদিন তাদের মুখও দেখতে চাই না পরীমনি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এখন আবার কাজ করছেন ওপার বাংলার সিনেমায়ও। তিনি পর্দায় যেমন আলোচিত তেমনই আলোচিত সামাজিক মাধ্যমেও। সেখানে তিনি যা লেখেন তা-ই ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।


মঙ্গলবার বিকালে তেমনই এক পোস্টে ক্ষোভ ঝেড়ে পরীমনি এক শ্রেণির মানুষদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘যে বা যারা আমার শক্রর সাথে বন্ধুত্ব করে আজ থেকে কোনোদিন আমি তাদের মুখও দেখতে চাই না । অনেক তো হলো।’


ওই পোস্টটিতে চলচ্চিত্রের চিত্রনাট্যকার, নাট্যকার এবং উপস্থাপক রুম্মান রশীদ খানকে মেনশন করে পরীমনি আরও লিখেছেন, ‘Rumman Rashid Khan আপনার কথা আমি আগে শুনি নাই। তার ফল পেয়েছি এতো দিনে। আপনি সঠিক ছিলেন।’


কিন্তু কাকে বা কাদের উদ্দেশ্য করে নায়িকা এই পোস্টটি দিয়েছেন তা পরিষ্কার করেননি।

বুবলী ও পরীমনির মধ্যে সামাজিক মাধ্যমে বাকযুদ্ধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বেশ চর্চা চলছে। তারই মাঝে মঙ্গলবার পরীমনি তার ফেসবুকে ওই পোস্টটি দিলেন। অনেকে মনে করছেন, পরীর এই স্ট্যাটাস কয়েক দিন আগে বুবলী ও তার মধ্যকার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের প্রেক্ষাপট ধরেই।


অনেকে আবার মনে করছেন, ছোট ও বড় পর্দার এক পরিচালককে ইঙ্গিত করে স্ট্যাটাসটি দিয়েছেন পরীমনি। সেই পরিচালককে পরী ও বুবলী দুজনের সঙ্গেই প্রায় দেখা যায়। পরীমনি ও বুবলীর ভার্চ্যুয়াল যুদ্ধের পরের কয়েক দিন বিভিন্ন জায়গায় ওই পরিচালককে বুবলীর সঙ্গে দেখা গেছে।


ওই ঘটনাতেই পরীমনি ক্ষেপেছেন বলে মনে করা হচ্ছে। সে কারণেই এই ইঙ্গিতপূর্ণ পোস্ট।


এ বিষয়ে পরীমনি পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘এই শত্রু পরিচালকও হতে পারে, আবার ভাই-বন্ধুও হতে পারে। কারও নাম বলব না। তবে যার বোঝার, সে এতক্ষণে বুঝে গেছেন। অন্যদের না বুঝলেও চলবে।’

No comments

Powered by Blogger.