ছয়গাও জমিদার বাড়ি
ছয়গাও জমিদার বাড়ি। ছয়গাও,লাকার্তা, শরীয়তপুর।
এই বাড়িটিও সিকদার বাড়িরই খান বাহাদুর খলিলুর রহমান কতৃক নির্মিত। এই বাড়িটি ভারত থেকে টাইলস এনে লাগানো হয়েছিলো।দ্বিতল এই ভবনটিতে এখনো মানুষ বসবাস করে।শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান খোকা সিকদার এই বাড়ির বর্তমান মালিক।এই বাড়িটি ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মান করা হয়েছে।তবে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভারতের স্বাধীনতাকামী কয়েকজন প্রখ্যাত নেতার আবাসস্থল ছিল এই জমিদার বাড়িটি। অর্থাৎ তারা এই জমিদার বাড়ির বংশধর ছিলেন। যার ফলস্বরূপ ১৯৩০ - ১৯৩৪ সাল পর্যন্ত এখানে ভারত ব্রিটিশ সরকারের সেনাঘাটি ছিল।আরো পড়ুন কর্মচারী থেকে জমিদার হয়ে উঠার গল্প
No comments