Adsterra

জয়া আহসান এবার ওয়েব সিরিজের দুনিয়ায়

জয়া আহসান এবার ওয়েব সিরিজের দুনিয়ায়, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

মডেলিং থেকে নাটক, সেখান থেকে চলচ্চিত্র- এবার ওয়েব সিরিজের দুনিয়ায় অভিষেক হচ্ছে দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসানের। নাম ‘জিম্মি’। যেটি নির্মাণ করছেন আশফাক নিপুণ।

মঙ্গলবার দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘জিম্মি’ তারই একটি।

এর গল্পে দেখা যাবে, সরকারি নিম্নপদস্থ কর্মচারী একজন নারী ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী নারীটি একদিন অফিসের স্টোররুমে একটা বড় অংকের টাকার বাক্স পায়।

এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে ওই নারী। খুব শিগগিরই সিরিজটির শুটিং শুরু হবে। তবে জয়া আহসান ছাড়া সেখানে আর কে কে রয়েছেন, তা এখনো প্রকাশ হয়নি।

No comments

Powered by Blogger.