Adsterra

‘বাচ্চাটা হেঁটে গেল, লাশ হয়ে ফিরল’

‘বাচ্চাটা হেঁটে গেল, লাশ হয়ে ফিরল’, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news,

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় তাসনিয়া জাহান তনয়া (১২) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মার্চ) আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত তনয়া নারায়নগঞ্জের সোনারগাও এলাকার সোনারগাও উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের ছাত্রী।


নিহ‌তের বাবা ম‌নিরুজ্জামান জানান, পেটের ব্যাথা নিয়ে মেয়েকে সোমবার কেরানীগঞ্জের আদ দ্বীন হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা অ্যাপেন্ডিক্সের অপারেশন করাতে হবে বলে ভর্তি করান। মঙ্গলবার দুপুর ২টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তনয়াকে। অনেক সময় পার হয়ে গেলেও অপারেশনের কোনো আপডেট আমাদের দিচ্ছিল না ডাক্তার। 


তিনি আরও জানান, অপারেশন থিয়েটারে দীর্ঘ সময় পার হলেও কোনো খবর দিচ্ছিলো না তখন আমারা চিল্লাচিল্লি করলে, আমাদের ভেতরে ডেকে নিয়ে বলে আপনাদের রোগী মারা গেছে। আমার বাচ্চাটা সুন্দরভাবে হেঁটে গেল আর লাশ হয়ে ফিরল। আমি এই চিকিৎসকের বিচার চাই যেন আর কোনো বাবা-মা সন্তান হারা না হয়।


নিহতের মা রিক্তা পারভীন বলেন, এটা ডাক্তারখানা না এটা কসাই খানা। আমার মেয়ের মৃত্যুর পরে অপারেশন থিয়েটারে ঢুকে দেখি এখানে অপারেশনের কোনো পরিবেশই নাই। নোংরা, অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই। এটা হাসপাতাল না এটা একটা কসাই খানা। আমি সরকারের কাছে বিচার চাই। আমার মতো কোনো মায়ের বুক যেন খালি না হয়।


হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার রুহুল আমিন, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শামসুদ্দিন হেরা, অ্যানেস্থেসিয়া ডাক্তার তাসফিয়া ও আজমিরী এবং হাসপাতালের ম্যানেজার আনোয়ার হোসেনকে থানায় নিয়ে গেছে পুলিশ।


দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম ঘটনার বিষয়ে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

No comments

Powered by Blogger.