Adsterra

সম্পর্কে থাকতে উৎসাহ হারাচ্ছেন? বুঝবেন ৩ লক্ষণে



সম্পর্কে থাকতে উৎসাহ হারাচ্ছেন বুঝবেন ৩ লক্ষণে, ঢাকা ভয়েস, Dhaka Voice, মানসিকভাবে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অপর নাম প্রেম, Hot News

অমিত ও অপর্ণার সম্পর্কের বয়স চার বছর। অনার্স প্রথম বর্ষ থেকে তাদের প্রেম। অনার্সে দু’জনের প্রেম এতই গভীর ছিল যে, বন্ধুবান্ধবরা ওদের প্রেমকে সিনেমার গল্পের মতো বলত। হঠাৎ কয়েক মাস যাবৎ অপর্ণার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেছে অমিত। তার মনে হচ্ছে, সম্পর্কের বিষয়ে অপর্ণা ক্রমশ উৎসাহ হারাচ্ছে। অপর্ণার সঙ্গে এ বিষয়ে কথা বলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না অমিত। তবে অপর্ণার মধ্যে কিছু লক্ষণ খেয়াল করেছে অমিত। এরকম সময় বিশেষে হয়তো অনেকের সম্পর্কের সমীকরণ বদলাতে থাকে। কিন্তু পরিবর্তন যদি অপর দিকের মানুষের মনে ভাঙনের ইঙ্গিত দেয়, তাহলে সেই বদলগুলো একটু আলাদা করে ভেবে দেখা জরুরি।



সঙ্গীর প্রতি আবেগ


আপনার সঙ্গী কি আর আপনার সম্পর্কে ততটা উৎসাহী নেই, যতটা সে আগে ছিল? যে ব্যক্তি কথায় কথায় আপনার সঙ্গে অভিমান করতেন, তিনি ইদানীং সবকিছুকে খুব হালকাভাবে নিচ্ছেন? নিয়মিত খোঁজ নেওয়ার অভ্যাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন? এমন হলে আপনার সঙ্গীর সাথে কথা বলুন। তিনি কী আদৌ আর সম্পর্কে থাকতে চাইছেন না। জানতে চান। 


কথায় কথায় ঝগড়া


যেকোনা সম্পর্কে ঝগড়া-খুনসুটি হয়। কিন্তু সেই ঝগড়ার রেশ সম্পর্ক না পড়াই কাম্য। সাম্প্রতিক সময় আপনার সঙ্গী কি একটু বেশি অধৈর্য হয়ে পড়েছেন? মানে মজার ছলে কোনো কথা বললেও সেটা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে? হতে পারে আপনার সঙ্গী সম্পর্কের প্রতি উৎসাহ হারাচ্ছেন। আবার হয়তো না-ও হতে পারে। সুতরাং নিজের মধ্যে কোনো অস্থিরতা চেপে রাখবেন না। এটি নিয়ে খোলাখুলি কথা বলুন।


মানসিক দূরত্ব তৈরি 


মানসিকভাবে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অপর নাম প্রেম। যদি আপনার সঙ্গী সেই সম্পর্ক থেকে ক্রমাগত দূরে যেতে থাকে, তাহলে সম্পর্ক নিয়ে সঙ্গীর সঙ্গে আলাপ করা গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গী সম্পর্কে থাকতে চান কিনা। এ বিষয়ে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে।

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.