Adsterra

তোমায় ভালোবাসি বলেই || সুমাইয়া রিমি

তোমায় ভালোবাসি বলেই, সুমাইয়া রিমি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news,


তোমায় ভালোবাসি বলেই || সুমাইয়া রিমি

তোমায় ভালোবাসি বলেই,
প্রণয়ের তীব্র আকাঙ্ক্ষায় কাতর তৃষ্ণার্ত 
হৃদয়ে কোন আগন্তুককে ঠাই দেইনি আজও, 
তোমার নামেই বসতি স্থাপন করেছি। 
তোমার ভালোবাসা কড়া নারলেই
সাদরে গ্রহণ করবো তাই। 
তোমায় ভালোবাসি বলেই, 
সদ্য ধোঁয়া ওঠা তপ্ত চায়ের পেয়ালাকে 
অবজ্ঞা করে একের পর এক 
নিষ্প্রাণ চুমুকে ওষ্ঠাধর পুড়িয়েছি রোজ, 
অভিমানের খাতাভর্তি ভর্তি শূন্যতা রেখে 
তোমার প্রাপ্য অংশের অভিমান 
নিজেকেই সঁপেছি বারংবার। 
তোমায় ভালোবাসি বলেই,
দীর্ঘদিন যাবৎ ভালোবাসার আকুতি জানাতে 
অধীর আগ্রহ নিয়ে রাস্তার মোড়ে 
দাঁড়িয়ে থাকতো যে ছেলেটা,  
পাগলামিকে প্রশ্রয় না দিয়ে তাকেও 
প্রত্যাখ্যান করেছি সেদিন অবলীলায়। 
তোমায় ভালোবাসি বলেই, 
তোমার দেওয়া নির্মম আঘাতে 
চূর্ণবিচূর্ণ হৃদয়ের নিভৃত কোণে পূণরায় 
তোমাকেই ঠাই দিয়েছি। 
নিন্দুকের দু চারটে তিক্ত কথার বিষ 
হৃদয়ে বহন করেছি সহাস্যে। 
তোমায় ভালোবাসি বলেই,
জরাগ্রস্ত আদিম একখানা ভাঙাচোরা হৃদয়ের 
কিছু টুকরো পুনরায় তোমাকে 
যত্ন করে ভাঙতে দিয়েছি। 
অনুভূতির শেষ নির্যাসটুকু নিংড়ে নিয়ে 
ছুড়ে ফেলার অধিকারটুকুও দিয়েছি তোমাকেই।
তোমায় ভালোবাসি বলেই, 
বিচ্ছেদের কয়েক যুগ পর আজও 
তোমায় মনে রেখেছি। 
নতুন করে ঘর বাঁধতে গিয়েও 
পুরনো তুমিটাকেই আঁকড়ে ধরেছি বারংবার। 


No comments

Powered by Blogger.