পায়ের নিচে মাটি দিয়ে অনন্ত জলিলের উচ্চতা বাড়ানোর চেষ্টা
পরনে সাদা স্যান্ডো গেঞ্জি, শর্ট প্যান্ট। তাকিয়ে আছে আকাশের দিকে। এমনই এক লুকে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক ও আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে নির্মিতব্য ছবি ‘অপারেশন জ্যাকপট’-এর একটি শুটিংয়ে এমন লুকে ধরা দিয়েছেন অনন্ত জলিল।
রোববার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপারেশন জ্যাকপট’ ছবির শুটিংয়ের বেশ কয়েকটি স্থির চিত্র ভাইরাল হয়। যেখানে ট্রেনিং নিতে দেখা গিয়েছে অনন্ত জলিলকে। তার সঙ্গে আরও ছিলেন অভিনেতা ইমন, জনসহ আরও অনেকেই। তবে অন্য অভিনেতাদের সঙ্গে উচ্চতা মিল করতে অনন্ত জলিলকে দেখা গিয়েছে পায়ের নিচে মাটি দিয়ে দাঁড়িয়ে থাকতে।
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে
গেল বছরে ছবিটির প্রথম লটের শুটিং শুরু হয় এফডিসিতে। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। প্রথম লটের শুটিং শেষে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দর ও ভারত এবং ফ্রান্সের কিছু লোকশন কিছু শুটিং হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেটাই বড় আয়োজনে তুলে ধরা হচ্ছে রুপালি পর্দায়। এই ছবিতে ভিন্নরূপে দেখা যাবে আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। এ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।
No comments